আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহুর রহমতে ভালই আছেন। আমিও ভালই আছি। দোয়া করি সবাই যেন নিয়মত নামাজ পড়তে পারেন। গত টিউটোরিয়ালে পিকচার অপশন সমন্ধে আলোচনা করেছিলাম, আপনি যদি না দেখে থাকেন তাহলে দেখেনিন কারন পিকচার অপশন এর ফরম্যাট ট্যাব এর কিছু অপশন এবং সেপ অপশন এর ফরম্যাট ট্যাব এর কিছু অপশন একই। এই টিউটোরিয়ালে আর সেগুলো নিয়ে আলোচনা হবে না। এই টিউটোরিয়ালে সেপ কিভাবে নিতে হয়, সেপ এর ব্যবহার, সেপ দিয়ে কিভাবে আইকন তৈরি করতে পারেন, সেপ এর সব অপশন গুলো, অনলাইন থেকে আইকন নিয়ে সেপ এর মাধমে কিভাবে লোগো তৈরি করতে পারেন, 3D মডেল নিয়ে যাবতীয় আলোচনা। আশা করি আপনাদের কাজে আসবে, কোন সমস্যা হলে কমেন্ট করিয়েন।
মাইক্রোসফট অফিস ২০১৬ ফুল কোর্স ফ্রীতেই – বাংলায় (ভিডিও)
মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স – পার্ট ১ (ভিডিও)
মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স – পার্ট ২ (ভিডিও)
মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স – পার্ট ৩ (ভিডিও)
মাইক্রোসফট ওয়ার্ড 2016 – ফুল কোর্স – পার্ট 4 (বাংলা ভিডিও)
মাইক্রোসফট ওয়ার্ড 2016 – ফুল কোর্স – পার্ট 5 (বাংলা ভিডিও)
মাইক্রোসফট ওয়ার্ড 2016 – ফুল কোর্স – পার্ট 6 (বাংলা ভিডিও)
মাইক্রোসফট ওয়ার্ড 2016 – ফুল কোর্স – পার্ট 7 (বাংলা ভিডিও)
শিখেনিন মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর “টেবিল” সম্পর্কিত সব অপশন (বাংলা ভিডিও)
মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স পার্ট ১১ (স্মার্ট আর্ট) বাংলা টিউটোরিয়াল
মাইক্রোসফট ওয়ার্ড 16 ফুল কোর্স পার্ট 12 -চার্ট- বাংলা টিউটোরিয়াল
ভিডিও গুলো সব সম্পূর্ণ ফ্রীতেই দেয়া হবে । পোস্ট গুলোর আপডেট পেতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক গ্রুপ এ জয়েন করেও পেতে পারেন।
আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।