Linux Host Lab Ads

মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স – পার্ট ২ (ভিডিও)

Ads by পিসি হেল্প সেন্টার (বাংলাদেশ)

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহুর রহমতে ভালই আছেন। আমিও ভালই আছি। দোয়া করি সবাই যেন নিয়মত নামাজ পড়তে ও রোজা রাখতে পারেন। গত পোস্টে আমি মাইক্রোসফট ওয়ার্ড এর পার্ট ১ টিউটোরিয়াল শেয়ার করেছিলাম। সেখানে ওয়ার্ড চালু করার পর যেই ইন্টারফেসটি এসেছিল সেগুলোর অপশন গুলো নিয়ে আলচনা করেছিলাম। আপনি যদি না দেখে থাকেন তাহলে নিচে লিঙ্ক দেয়া থাকবে, দেখে নিয়ে এই পোস্টে আসেন।

গত পোস্টে সব বেসিক অপশন ছিল তবে এই পর্বে আমি বেসিক অ্যাডভান্স দুটো নিয়েই আলোচনা করেছি। এই পর্বে মাইক্রোসফট ওয়ার্ড ২০১৬ এর হোম ট্যাব এর ক্লিপবোর্ড গ্রুপটি নিয়ে আলোচনা করা হয়েছে। ক্লিপবোর্ড এর কপি,কাট, পেস্ট, পেস্ট স্পেসাল, সেট ডিফল্ট পেস্ট অপশন, পেস্ট হিস্ট্রি, ফরম্যাট প্যাইন্টার এই অপশন গুলো আলোচনা করা হয়েছে। আশা করি আপনাদের ভাল লাগবে, কোন সমস্যা হলে কমেন্ট করবেন।

Ads by পিসি হেল্প সেন্টার (বাংলাদেশ)

Linux Host Lab Offer

মাইক্রোসফট অফিস ২০১৬ ফুল কোর্স ফ্রীতেই – বাংলায় (ভিডিও)

মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স – পার্ট ১ (ভিডিও)

মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স – পার্ট ৩ (ভিডিও)

মাইক্রোসফট ওয়ার্ড 2016 – ফুল কোর্স – পার্ট 4 (বাংলা ভিডিও)

ভিডিও গুলো সব সম্পূর্ণ ফ্রীতেই দেয়া হবে । পোস্ট গুলোর আপডেট পেতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক গ্রুপ এ জয়েন করেও পেতে পারেন।

আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Ads by পিসি হেল্প সেন্টার (বাংলাদেশ)

Leave a Reply

Ads by পিসি হেল্প সেন্টার (বাংলাদেশ)