আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন,আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভাল আছি।

আপনাদের কাছে যদি জিজ্ঞাস করি আপনার সিম কয় টা? তাহলে তো 98% লোকেই উত্তর দিবেন কয়েকটা (অনেক গুলো)। হ্যা অনেকের অনেক সময় সিম বেশি থাকার কারণে বা নতুন সিম কিনলেও নম্বর মনে থাকে না, তাই আর চিন্তা নেই নম্বর মোনে না থাকলেও কোন সমস্যা নেই, যখন তখন আপনার নম্বর চাইলেই দেখতে পারবেন,কোন সমস্যা হবে না কোন চার্জ ও লাগবে না। তাহলে দেখুন কি ভাবে দেখবেন।

আপনি কোন কম্পানির সিমের নম্বর জানতে চান নিচে শুধু সিটিসেল বাদে প্রতি কম্পানির কোর্ড নম্বর দেয়া হয়েছে।

গ্রামীণঃ *111*8*2# অথবা *2#

গ্রামীণ – পোষ্ট-পেইড – *১১১*৮*৩#

বাংলালিংকঃ *511#

এয়ারটেলঃ *121*6*3#

রবিঃ *140*2*4#Mobile

উপরের কোর্ড নম্বর আপনার মোবাইলে চেপে কল করুন দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলের সামনে দেখতে পাবেন।

টেলিটক- AR লিখে পাঠিয়ে দিন ২২২ নাম্বারে।

সিটিসেল- MDN লিখে সেন্ড করুন 7678 নাম্বারে

ভাল থাকুন,সুন্দর থাকুন আর নতুন বছরের নতুন কিছু ভাবুন এবং কাজ করুন।

ও হ্য আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাকে নতুন বছরে নতুন নতুন টিপস্ উপহার দিতে পারি।

****বর্তমানে ৪৫০ টাকায় টপ লেভেল ডোমেইন দরকার হলে যোগাযোগ করতে পারেন Md Abul Bashar

তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের সাথে থাকুন।

ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেসবুকে: পিসি হেল্প সেন্টার

আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)