Mobile মোবাইল চুরির দিন শেষ
মোঃ আবুল বাশার | ১,৩৫৩ বার পঠিত | অগাস্ট ১৭, ২০১২ | মোবাইলীয় | No | ৯:২০ AM |
আপনি এখান থেকেও ডাউনলোড করে মোবাইলে ইনষ্টল করতে পারেন । ইনষ্টল করার পর মোবাইল মেনুতে F-Secure আইকন দেখতে পাবেন সেখান থেকে ওপেন করুন এবং সেটিং এ যান -Lock Code দিন আপনার ইচ্ছামতো, (যে কোডটি না জানার কারণে চোর আপনার মোবাইল চিরদিনের জন্য ব্যবহার করতে পারেনা )
Remote lock – on >Lock when sim changed – yes (sim changed করার পর মোবাইল অন করলে অটোমেটিক লক হয়ে যাবে) SMS alert number – আপনার পরিবারের কারো নম্বর দিন যেন চোর sim change সাখে সাথে আপনি সেই নম্বরটি পেয়ে যাবেন । আপনার কাজ এবার শেষ । আপনি নিশ্চিন্তে আপনার মোবাইল ব্যবহার করতে পারেন । হ্যা, মাঝে মাঝে আপডেড করতে ভুলবেন না ।

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
সাইট টু: পিসি হেল্প সেন্টার
আল্লাহ হাফেজ
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
১,৩৫৩ বার পঠিত | অগাস্ট ১৭, ২০১২ | ৯:২০ AM