প্রথমে আপনার বাংললিক নম্বার দিয়ে একটি খালি মেসেজ পাঠান কিছু লিখতে হবে না শুদু খালি মেসেজ পাঠান 9876 নম্বারে (ফ্রি টাকা কাটবে না) এরপর আপনাকে একটি ফিরতি মেসেজ দেয়া হবে সেই মেসেজে একটি পাসওয়ার্ড দেয়া থকবে সেটি সংরক্ষণ করুন। এবং নিচের লিংকে ক্লিক করুন।

এখানে যান এরপর নিচের মত একটি পেইজ আসবে

সেখানে মোবাইল নং এবং পাসওয়াড দিয়ে প্রবেশ করুন। এবং ফরমটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন। এবং আপনি চাইলে সেখানের পাসওয়াড চেঞ্জই করতে পারবেন।

কল হিস্টরি,রিচার্জ হিস্টরি, কবে সিম কিনেছেন সব দেখতে পারবেন,আরো অনেক কিছু দেখা যাবে সময়ের অভাবে বিস্তারিত লিখতে পারলাম না, তবে বাংলালিংক এর সব কিছু আপডেট করতে একটু সময় লাগে তাই আপনি যে দিনে টা সেই দিনই দেখতে পারবে না, পিছনের হিস্টরি দেখতে পারবেন।

পাসওয়ার্ড চেইঞ্জ করতে নিচের ছবিটি দেখুন।

ধন্যবাদ ভাল থাকবেন। আর ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যা কোন যায়গাথেকে বুঝতে না পাড়লে আমাকে অবশ্যই জানাবেন আমি হেল্প করার চেষ্টা করব।