আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন,আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেস রহমতে ভালে আছি।
প্রথমে এখানে ক্লিক করে সাইটিতে যান এর পরে দেখুন ডান পার্শে রেজিষ্টশন লেখা আছে সেখানে ক্লিক করুন, তাহলে একটি নতুন উইন্ডো খুলে লোড নিবে, এবার অপেক্ষা করুন, এর পরে যে ফরমটি আসবে সেই ফরমটি সঠিক তথ্য দিয়ে পুরন করুন, এখানে লক্ষনিয় যেটি আপনি ফরম পূরোন করার সময়ে খেয়াল করবেন একটি সিকোরেটি কোরশেন চায়, সেখানে আপনি যেটি দিবেন তা কোন এক নিরাপদ যায়গায় সংরক্ষণ করুন করান পাসওয়ার্ড ভুলে গেলে সেই কোরশেনটির উত্তর চাবে। এখন ফরমটি পূরন হয়ে গেলে সাবমিট করুন তার পর আপনার ফোনে একটি কোর্ড পাঠাবে সেই কোর্ড (পাসওয়ার্ড) টি দিয়ে লগইন করুন। লগইন করার সাথে সাথে দেখবেন আপনারকে পাসওয়ার্ড চেইঞ্জ করার যায়গায় নিয়ে যায়, আপনি চাইলে পাসওয়ার্ড তখন চেইঞ্জ করতে পারবেন, তবে চেইঞ্জ করাই ভাল আমিও চেইঞ্জ করেছি। লগইন করার সাথে সাথে আপনাকে আবার একটি নতুন মেসেজ দিবে সেই মেসেজেও কিছু কোর্ড নম্বার থাকবে সেই কোর্ড টি ও দরকার হবে তাই নিরাপদ যায়গায় সংরক্ষণ করুন।এরপরে ই-মেইল ভেরি……করার পালা তাতে নিচের ছবি অনুসরন করুন এবং দ্বিতীয় মেসেজে যেই কোর্ড টি দেয়েছে সেই কোর্ডটি নিচের গড়ে লেখুন (এখানে যে অক্ষরটা বড় হাতে সেটা বড় হাতে লিখতে হবে, এবং যে অক্ষরটা ছোট হাতের সেই অক্ষরটা ছোট হাতে লিখতে হবে)
এর পরে দেখুন রিচার্জ এবং কল হিষ্টরি দেখতে নিচের ছবি অনুসরন করুন।
এখানে একটি কথা আছে আপনি যে তারিখে রেজিষ্টশন সেই তারিখ থেকে পরের গুলো সকল হিষ্টরী দেখতে পারবেন, তার আগের গুলো দেখা যাবে না, এবং আপনি যে তারিখে রেজিষ্টশন করবেন সেই তারিখেই সকল তথ্য পাবেন না বিশেষ করে (কল হিষ্টরি), পাবেন রেজিষ্টশন তারিখের 2দিন পরে তথ্য দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন, তারপরও যদি বুঝতে সমস্যা হয়ে তবে আমাকে বলবেন বুঝিয়ে বলার চেষ্টার করব। ধন্যবাদ ভাল থাকবেন এবং এই রকমই বাংলালিংক এর পোষ্ট পেতে এখানে ক্লিক করুন।
বি: দ্র: আপনাকে মেসেজ করে যে কোর্ড টি দেয়া হবে, তা আবার মাঝে মাঝে চেইঞ্জ করা হবে তা আবার আপনাকে মেসেজ করে জানিয়ে দেয়া হবে।
ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
সাইট টু: পিসি হেল্প সেন্টার
আল্লাহ হাফেজ