শুরুতে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।

অনেক দিন পর আপনাদের জন্য পোস্ট করতে বসলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।

 

আজ আপনাদের সাথে এ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপস নিয়ে কথা বলবো.আর এই অ্যাপসটি হল মায়াবী কির্বোড ম্যাপ..

এর আগের পোস্টে আমি আপনাদের সাথে বাংলা কির্বোড নিয়ে কথা বলেছিলাম। আজ আপনাদের সাথে কথা বলবো এর কি ম্যাপ নিয়ে…………………

 

আমরা অনেকেই এখন এ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার।আবার অনেক মো্বাইলে বাংলা থাকা সত্ত্বেও আমরা বাংলা লিখতে পারিনা,কেননা সব বাংলা অক্ষর আমাদের জানা থাকে না। তখন আমরা বাংলা লিখতে পারিনা। আমি ও এই রকম সমস্যায় পড়েছিলাম। তারপর অনেক খোঁজাখোজির পর পেলাম মায়াবী কির্বোড। এটি অভ্র এরমত ইউনিকোড সিস্টেম। আপনি অনেক সহজে বাংলা লিখতে পারবেন।

আর আপনি যেন সহজে বাংলা লিখতে পারেন র্নিভুল ভাবে তাই আপনাদের জন্য নিয়ে এলাম মায়াবী কির্বোড এর কিম্যাপ…

আপনি এই কিম্যাপ থেকে দেখে দেখে বাংলা লিখতে পারবেন।

 

নিচে আপনাদের জন্য স্ক্রীণ সট দিলাম

mayabi key map

 

 

 

যদি স্ক্রীণ সট বুঝতে সমস্যা হয় তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন।(হাই রেজুলেশন MS word file সহ )

বি:দ্র: যে রকম দেয়া আছে সেই রকম টাইপ করতে হবে। ছোট হাতের গুলো ছোট হাতে আর বড় হাতের গুলো বড় হাতে টাইপ করতে হবে।

 

সবাই ভাল থাকেন এই কামনায় আজ এই পর্যন্ত ।আল্লাহ হাফেজ ।

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

আপনাদের কমেন্ট পেলে আমরা উৎসাহ পাই।