শুরুতে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।
অনেক দিন পর আপনাদের জন্য পোস্ট করতে বসলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।
আজ আপনাদের সাথে এ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপস নিয়ে কথা বলবো.
আমরা অনেকেই এখন এ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি।অনেক মোবাইলে বাংলা থাকে আবার অনেক মোবাইলে থাকেনা।আবার অনেক মো্বাইলে বাংলা থাকা সত্ত্বেও আমরা বাংলা লিখতে পারিনা,কেননা সব বাংলা অক্ষর থাকে না। তখন আমরা বাংলা লিখতে পারিনা। আমি ও এই রকম সমস্যায় পড়েছিলাম। তারপর অনেক খোঁজাখোজির পর পেলাম মায়াবী কির্বোড। এটি অভ্র এরমত ইউনিকোড সিস্টেম। আপনি অনেক সহজে বাংলা লিখতে পারবেন।
তাহলে দেরী না করে এখান থেকে ডাউনলোড করে নিন।
সবাই ভাল থাকেন এই কামনায় আজ এই পর্যন্ত ।আল্লাহ হাফেজ ।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদের কমেন্ট পেলে আমরা উৎসাহ পাই।
darun post , shayar korar jonnon onak dhonnobad vai .