Mobile

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন,আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেস রহমতে ভাল আছি।

আপনাদের কাছে যদি জিজ্ঞাস করি আপনার সিম কয় টা? তাহলে তো 98% লোকেই উত্তর দিবেন কয়েকটা (অনেক গুলো)। হ্যা অনেকের অনেক সময় সিম বেশি থাকার কারণে বা নতুন সিম কিনলেও নম্বর মনে থাকে না, তাই আর চিন্তা নেই নম্বর মোনে না থাকলেও কোন সমস্যা নেই, যখন তখন আপনার নম্বর চাইলেই দেখতে পারবেন,কোন সমস্যা হবে না কোন চার্জ ও লাগবে না। তাহলে দেখুন কি ভাবে দেখবেন।

আপনি কোন কম্পানির সিমের নম্বর জানতে চান নিচে শুধু সিটিসেল বাদে প্রতি কম্পানির কোর্ড নম্বর দেয়া হয়েছে।

গ্রামীণঃ *111*8*2# অথবা *2#

বাংলালিংকঃ *511#

এয়ারটেলঃ *121*6*3#

রবিঃ *140*2*4#

উপরের কোর্ড নম্বর আপনার মোবাইলে চেপে কল করুন দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলের সামনে দেখতে পাবেন।

ভাল থাকুন,সুন্দর থাকুন আর নতুন বছরের নতুন কিছু ভাবুন এবং কাজ করুন।

ও হ্য আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাকে নতুন বছরে নতুন নতুন টিপস্ উপহার দিতে পারি।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার

সাইট টু: পিসি হেল্প সেন্টার