পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
অনেকেই অনেক জাভা মোবাইল ব্যবহার করে থাকেন যেই মোবাইল গুলোতে FM আছে, কিন্তু অনেকেই FM থেকে অনেক গুরুত্ব পূর্ণ কিছু শুনে থাকে যা তার পরবর্তিতে সংরক্ষণ করে রাখতে মনে চায়, কিন্তু সে পারে না, বিশেষ করে ভূত FM তো আছেই, যা পরবির্ত সংরক্ষনের জন্য মন চায়, তাই আজ আপনাদের সাথে আমি এমন একটি সফটওয়ার শেয়ার করব যা, আপনি এই সকল কিছু রেকর্ড করে রাখতে পারবেন, তাহলে এখান থেকে ডাউনলোড করুন মাত্র ১০কেবি.
ব্যবহারঃ এই সফটওয়ার দিয়ে রেকর্ড করতে প্রথমে আপনার রেডিও চালু করে অপশনে গিয়ে
লাউডস্পিকার অন করুন। তারপর, সফটওয়ারটি খুলে ‘রেকর্ড’ বাটনে ক্লিক করুন।
সাথে সাথেই রেকর্ড করা শুরু হবে। রেকর্ডকৃত ফাইলগুলো মেমো হবে।
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের থাকুন।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)
darun post dhonnobad apnake
আপনাকেও ধন্যবাদ।
wc vai
সরাসরি প্রিয় তে
ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ।
লিংক টি আপগ্রেড করুন।