আসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন। আপনারা সবাই জানেন, বাংলালিংক তাদের গ্রাহকদের টাকা রিচার্জ করার জন্য বিশেষ পিন কোড প্রদান করছে। মাত্র দশ ডিজিটের পিন কোড দিয়েই এখন রিচার্জ করা যাবে আপনার মোবাইলের ব্যালেন্স। এতে আপনার মোবাইল নাম্বার গোপনীয়তা রাখা যায়, বিশেষ করে মেয়েরা অনেক সময় রিচার্জ করতে গিয়ে মোবাইল নাম্বার এর গোপনীয়তা নিয়ে সমস্যায় পড়েন । একসময় তাদের
এই নাম্বার চেঞ্জ করতে হয় ,
পিন কোড পেতে চাইলে রেজিস্ট্রেশন করুন এভাবে,
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ‘PIN’ এবং পাঠিয়ে দিন ৭৩২৬ এই নাম্বারে (free)
এর পর এসএমএস এর মাধ্যমে একটি দশ ডিজিটের পিন কোড পেয়ে যাবেন।
এছাড়াও নিজের পছন্দের কোন নাম্বার থাকলে তাও সেট করতে পারবেন এভাবে,
write PIN<space>Your 10 digits Pin send 7326
ফিরতি ম্যাসেজে পেয়ে যাবেন পিনটি।
পিন নাম্বার পরিবর্তন করতে চাইলে লিখুন এভাবে,
MPIN<space>Old PIN<space>New PIN
send to ৭৩২৬
শখের বসে একটা ব্লগতৈরি করেছি। সময় থাকলে আমার ব্লগ ঘুরে আসবেন ।
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য ।
এটা আমার জানা ছিল আমি অনেক দিন আগে এনে রেখেছি, কিন্তু ব্যবহার করা হয় না। ধন্যবাদ শেয়ার করার জন্য 🙄
বাশার ভাই thanks for comment
তবে যারা জানে না তাদের অনেক ভাল হবে ।
হুম 😆