আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই আশা করি ভালই আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহ্’র অশেষ রহমতে অনেক ভালই আছি, আমি আগের মত আপনাদের সময় দিতে পারি না, এখন একটু বেশি ব্যস্ত থাকি তারপরও যে খানে কাজ করি সেখানে নেট খুব স্লো তাই সময় পেলেও নেট ব্যবহার করি না, তাই আপনাদের অনেক দিন কিছু দিতে পারি নি, আজ বন্ধের দিন বাসায় আছি, তাই আমার বাসায় নেট এর গতি ভাল পাই তাই এখন একটু বসলাম ভাবলাম কি নিয়ে লেখা যায় তাই, সকালে নেট কানেক্ট করতে গিয়ে দেখি আমার আনলিমিটেড বন্ধ হয়েগেছে মেয়াদ শেষ, তাই গ্রামীন এর এর ১৫ এমবি এনে আপনাদের সেই ১৫এম.বি এর অফারটির বিষয়েই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে প্রথমে আপনাকে একটি গ্রামীন প্রিপেইড সিম ওপেন করুন এবং দেখুন আপনার সিমের মেয়াদ আছে কিনা? আসলে মেয়াদ এর কথা বললাম এই জন্য আমি সকালে প্রথমে একটি সিম ওপেন করি এবং ওপেন করে মেসেজ সেন্ট করি কিন্তু সেন্ট হয় না, তারপর ভাবলাম এই অফারটি মনে হয় শেষ, কিন্তু ব্যলেন্স চেক করে দেখি মেয়াদ আরো তিন মাস আগেই শেষ হয়ে গেছে, তাই অন্য আর একটি সিম ওপেন করে ১৫এম.বি নিলাম। তাহলে আপনি সিমটি দেখুন মেয়াদ আছে কিনা যদি না থাকে তাহলে রিচার্জ করুন এবং রিচার্জ করে (ভয় নেই টাকা কাটবে না) মেসেজ অপশনে গিয়ে লিখুন IGENP7 লিখে সেন্ট করুন 9999 নাম্বারে তারপর একটি মেসেজ আসবে কিছুক্ষণ অপেক্ষা করুন কনফার্ম মেসেজ না আসা পর্যন্ত, সেই মেসেজটি আসলেই আপনি পেয়ে যাবেন ১৫ এম.বি তাহলে টোটালে আপনার দুইটি মেসেজ আসবে। এম.বি আসলকি তা এবং কতটুকু ব্যবহার করেছেন তা যানতে ডায়েল করবেন *566*10# এই নাম্বারে ডায়েল করলেই আপনার ব্যলেন্স জানতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই ভাল থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের অফিসিয়্যাল পেজ পিসি হেল্প সেন্টার
সাইট টু: পিসি হেল্প সেন্টার
আল্লাহ হাফেজ
nice post