OPPO F5 Review (বাংলা)
Intel Mithun | ৭৬১ বার পঠিত | ডিসেম্বর ১৭, ২০১৭ | মোবাইলীয় | No | ১:৪৭ PM |
আসসলামু আলাইকুম, কেমন আছেন সবাই?
সেলফি প্রেমী ও মোবাইল ফটোগ্রাফারদের জন্য ক্যামেরা এক্সপার্ট মোবাইল ব্র্যান্ড অপো বাজারে নিয়ে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা (এআই) প্রযুক্তিসুবিধার সেলফি এক্সপার্ট ফোন ‘অপো এফ৫’। এতে রয়েছে ফুল এইচডি ও ওয়াইড স্ক্রিন সুবিধা।
স্মার্টফোন টিতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আল্ট্রা সেনসিটিভ এফ ২.০ অ্যাপারচার এবং ১/২” সেন্সর। রেয়ার ক্যামেরায় ডুয়েল এলইডি ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে। কালার ওএস ৩.২, অ্যান্ড্রয়েড ৭.১.১ অপারেটিং সিস্টেমের মোবাইলটিতে ৩২০০ এমএএইচ নন-রিমুভ্যাল ব্যাটারিতে থাকবে দীর্ঘক্ষণ চার্জ।ডুয়েল সিম ন্যানো-সিম, ৪জি টাইপের সেটটি ব্ল্যাক এবং গোল্ডেন কালারে পাওয়া যাবে। ব্যাটারিসহ ওজন ১৫২ গ্রাম।

পুরু ভিডিওটি দেখতে নিচের লিংক এ ক্লিক করুন :
নতুন নতুন সব টিউন পেতে আমার চ্যানেলটি অবশ্যয় সাবস্ক্রাইব করে রাখুন।
Please subscribe my channel: http://bit.ly/2ASKFw7
আজ এ পর্যন্তই … সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার টিউন টি কস্ট করে পড়ার জন্য।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
৭৬১ বার পঠিত | ডিসেম্বর ১৭, ২০১৭ | ১:৪৭ PM