আসসালমু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন? আমিও আপনাদের দোয়াতে এবং মহান আল্লাহ তায়ালা অশেষ রহমতে ভাল আছি, আজ আপনাদের দেখা আপনি কিভাবে বিভিন্ন দিকে আপনার নকিয়া মোবাইলের স্ক্রীন গুরাবেন? এটা আমি প্রায় তিন চার বছর আগে করতাম, কিন্তু অনেক দিন ব্যবহার না করার কারনে ভুলে গেছিলাম, কিন্তু কিছু দিন আগে আমার এক ভাইয়ের কাছে শিখলাম তাই আজ লিখতে বসে গেলাম, যেন পরবর্তী আমি ভুলে গেলেও এই সাইটে এসে পাই, তাহলে আর কথা বাড়াচ্ছি না, আমি এটা Nokia 1208, Nokia 1600 মোবাইলে ট্রেরাই করেছি এবং সফল হয়েছি, তবে এটা সব ধরেনে মোবাইলে সাপোর্ট করে না, শুদু অল্প কয়েকটা মোবাইলে সাপোর্ট করে, এটা করার জন্য আপনি চাপুন *#5512#, *#5513#, *#5514# এই তিনটিতে তিন রকম হবে, আর পূনরায় সঠিক ভাবে ফিরে যেতে চাপুন *#5511* তাহলে আপনার সঠিক ভাবে আপনার স্ক্রীন চলে আসবে। ধন্যবাদ সবাই ভাল থাকুন, আমার জন্য দোয়া করবেন, ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

[box]বর্তমানে ৪৫০ টাকাতে .com/.net/,org/.info ডোমেইন বিক্রয় করা হচ্চে, এই সুযোগ সীমিত সময়ের জন্য, আপনার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন Shapla-Host[/box]

tag: মোবাইল স্ক্রীন গুরিয়ে ফেলুন, স্ক্রীন উল্টান