আসসালামুআলাইকুম,আমি মঈন।আজ আপনাদের সাথে শেয়ার করছি খুব প্রয়োজনীয় একটি সফটওয়্যার।আমরা সাধারণত অনেক কাজ করি কিন্তু আমাদের কাজের শেষে কেন টেম্পরারি ফাইল কম্পিউটারে জমা হয়ে থাকে কিন্তু আমরা এই ফাইল গুলো ডিলেট করি না।ফলে কম্পিাউটার দীর্ঘদিন চলার ফলে কম্পিউটার স্লো হয়ে যায়।তাই আপনাদের সাথে শেয়ার করলাম দারুন একটি সফটওয়্যার Ccleaner।এই সফওয়্যারটি দিয়ে আপনার কম্পিউটারের সকল প্রকার Temp ফাইল বা অকেজো ফাইল ক্লিন করে রাখতে পারবেন।আপনার কম্পিউটারের ব্রাউজারের Cookie,Saved password সবকিছু ক্লিন রাখতে পারবেন।ফলে আপনার কম্পিউটারের ডাটা হ্যাক হওয়ার যুকি কমবে।
Ccleaner full cracked version সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড করার পর সফটওয়্যারটি Unzip করুন।আপনার পিসির ইন্টারনেট কানেকশন খুলে দিন বা বন্ধ রাখুন।তারপর Ccleaner এর সেটাপ ফাইল ক্লিক করুন।এবং ইনষ্টল করুন।তবে ইনষ্টল করার সময় খেয়াল রাখতে হবে Ccleaner সফটওয়্যারটি যেন Run না হয়।তারপর আনজিপ করা ফাইলগুলো থেকে All edition crack ফোল্ডার গুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী Crack ফাইলটি সিলেক্ট করুন। Ccleaner professional edition crack এর জন্য আপনার পিসি থেকে CCleaner.Professional.Crack.exe ফাইল সেটাপ দিন।অথ্যাৎ দুইবার Next button এ ক্লিক করুন এবং Finish এ ক্লিক করুন।এখন Ccleaner এর About এ গিয়ে দেখুন সম্পূর্ণ রূপে Ccleaner full version দেখাচ্ছে।এখন আপনার ইন্টারনেট কানেকশন লাগাতে পারেন। তবে Ccleaner আপডেট করবেন না।যদি আপডেট করে তাহলে Crack চলে যাবে।
নিচে Screenshot দেখুন:
তবুও যদি বুঝতে না পারেন নিচে Video tutorial দেওয়া আছে: