কেমন আছেন সবাই??? আশা করি ভালই আছেন, কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই। তবে বলে রাখি যে, অটো লাইক পাগলদের জন্য এটি অত্যান্ত দরকারী টিউন।

আমরা সাধরণত ফেইসবুককে আরো আকর্ষণীয় করে তুলতে অনেক মজার Apps ব্যবহার করি.. যেমনঃ
☆আপনার ফেইসবুকে সবচেয়ে সেরা দশ বন্ধু।
☆আপনার টিউনে কি বেশি লাইক দেয়।
☆আপনাকে যারা সবচেয়ে বেশি মিস করে।
☆আপনার কোন বন্ধু আপনার সাথে বেশি চ্যাট করে।
এবং Autolike।

এই মজার সার্ভিস গুলো সাধারণত Apps এর মাধ্যমে হয়ে থাকে। আপনি নিদিষ্ট apps activate করে এই সুবিধা পেতে পারেন!!

কিন্তু এই Apps ব্যবহারের অসুবিধা আপনি কি জানেন?? হয়ত না, জানলে কখনই এগুলো ব্যবহার করতে না। তাই আগে জেনে নিন অসুবিধাগুলোঃ

১) এতে আপনার ফেসবুক আইডির সকল তথ্য হ্যাকারদের কাছে চলে যেতে পারে।
২) আপনার সকল Information এর Docoment সে পেয়ে যেতে পারে।
৩) আপনার Only Me করা সকল স্ট্যাটাস,ফটো,ভিডিও সে কোন Security ছাড়াই পেয়ে যাবে।
৩) আপনার আইডির পাসওয়ার্ড সে পেতে পারে।
৪) এ ছাড়াও অনেক সমস্যা

এখন আপনার প্রশ্ন তাহলে ফেসবুক কর্তপক্ষ কি করছে? তারা কি ঘোড়ার ঘাস কাটছে??

না, তারা তাদের কাজ করছে। দোষটা তো আপনারই। কারন অটো লাইক,বা অটো টিউমেন্টের জন্য আপনার আইডির সকল Information এর উপর প্রবেশ করার আপনিই তো অনুমতি দিয়েছেন। তাহলে তাদের আর কি করার। এখন আমাদের একমাত্র রাস্তা হল এটা বন্ধ করা। চলুন শুরু করি।

প্রথমে Settings & privacy-Apps যান।

এবার Platform Off করে দিন।

এবং Apps other use Disibled করে দিন।

ব্যাস, আপনার কাজ শেষ। এবার নিশ্চিন্তে থাকুন। বুঝতে কোন সমস্যা হলে টিউনমেন্ট করবেন।

টিউনটি ভাল লাগলে আমার সাইটঃ http://trickround.com