প্রথমে আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন। কারন আমাদের সাথে থাকলে সবাই ভালোই থাকে। আর আমিও ভালো আছি। তাই আজ আপনাদের একটি অসাধারন কাজ শিখাবো। তো চলুন শুরু করি।
জাতীয় পরিচয়পত্র আমাদের কাছে এক সাধারন বিষয়। অনলাইন জগতের অনেক কাজেই এটি আমাদের প্রয়োজনে আসে,হয়ত অনেকের থাকে আবার অনেকেরই থাকে না। এবার আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন জাতীয় পরীচয় পএ, কিন্তু এটা ফেইক। আপনি এটা দিয়ে অনেক কাজ করতে পারবেন। যেমনঃ বন্ধুদের সাথে মজা নেওয়া, বিভিন্ন একাউন্ট ভরিফিকেশন করা। আরো অনেক কিছু, যে যেইভাবে ব্যবহার করে। তবে সাবধান থাকবেন এটি নিয়ে যেন বেশি লাফালাফি করবেন না। যদি করেন তাহলে আমি দায়ী থাকব না।চলুন এবার কাজের কথায় যাই….
জাতীয় পরিচয় পত্র বানাতে প্রথমে এখানে ক্লিক করুন।
আপনি একটি লিংক পাবেন। সেখানে ভিজিট করুন। আপনি নিচের মতো দেখতে পাবেন।
এবার Choose… লেখা তে ক্লিক করুন এবং একটি ছবি Choose করুন। তারপর Submit এ ক্লিক করুন।
একটু সময় নিবে, তারপর নিচের মতো আসবে।
তারপর সব গুলো খালি ঘরে উপরের তথ্য অনুযায়ী পুরন করুন। তারপর Submit ক্লিক করুন।
এবার আপনি আপনার জাতীয় পরীচয় পএ দেকতে পাবেন।
আর নিচে লেখা আছে Download Full Size, সেখানে ক্লিক করুন।
তারপর ছবিটি এভাবে Download করুন এবং যেখানে দরকার ব্যবহার করুন।
আশা করি বুঝতে পারছেন। সমস্যা হলে টিউমেন্ট করুন। আর খুব তারাতারি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হবো। আজ তাহলে টিউনের সমাপ্তি আল্লাহ হাফেজ।
টিউনটি ভাল লাগলে আমার সাইটটা দেখতে পারেনঃ http://trickround.com