আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। আর আশা করি আপনারা সুষ্ঠভাবে রমজান পালন করছেন। আর প্রতিদিন রোজা রাখার চেষ্টা করবেন। যাইহোক এই রমজানের দিনে আমার একটি টিউন। অবশ্যই টিউনের টাইটেলটা দেখেছেন। চলুন টিউনটি শুরু করি।
রমজানের এই মাসে হয়ত অনেকেরই সময় কাটছে অফিসে আর অনেকেরই সময় কাটছে নিজের কম্পিউটার অথবা মোবাইলের সামনে। আর কম্পিউটারের সামনে বসে কতক্ষন গেম খেলবেন????? কতক্ষন মোবাইলে গেম খেলবেন??? আর উক্ত সকল বিষয় এর উপর লক্ষ করে এয়ারটেল এই রমজানে দিচ্ছে নতুন এক অফার। আমার ফেসবুক পেজে একটা লাইক দিন ।
এবার রবির যেকোনো গ্রাহক পাচ্ছেন ১ জিবি ডাটার সাথে ১ জিবি, ১.৫ জিবি ডাটার সাথে ১.৫ জিবি, ২ জিবি ডাটার সাথে ২ জিবি ডাটা একদমই ফ্রি!!!!!
মাত্র ১৯৯ টাকা দিয়ে ১ জিবি কিনলে পাবেন ১ জিবি একদমই ফ্রি!! কিনতে ডায়াল করুন *১২১*৫০১৪#।
মাত্র ২৭৫ টাকা দিয়ে ১.৫ জিবি ডাটা কিনলে আপনি পাবেন ১.৫ জিবি ডাটা একদমই ফ্রি!!!! কিনতে ডায়াল করুন *১২১*৭৩#।
মাত্র ৩৫০ টাকা দিয়ে ২ জিবি ডাটা কিনলে আপনি পাবেন ২ জিবি ডাটা একদমই ফ্রি!!!! কিনতে ডায়াল করুন *১২১*৫০২০#।
আর উপরের সকল প্যাকের মেয়াদ হবে ৩০ দিন আর যেকোনো গ্রাহক পরবর্তী অনুমোদন না দেওয়া পর্যন্ত যতখুশি ততবার প্যাকটি নিতে পারবেন।
তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমার সাইটঃ http://trickround.com