আমি এই পোষ্টটি একটি সাইটে বিগত  ২/২/২০১১ সালে একটি সাইটে করে ছিলাম, সেই পোষ্টটিই আবার হুবাহু এখানে করলাম।

————————————————————————————————————————–

আমি কিছু দিন আগে দুটি মোবাইল দিয়ে ডিম শেদ্ধ করেছিলাম তাই আজ এখানে শেয়ারের চিন্তা করলাম যে দেখি কার  কাছে কেমন লাগে।

এখানে আমি যা করেছি সেগুলো উল্লেখ করা হল।

প্রথমে,5310 Nokia x….Music ২টি মোবাইল নিয়েছি এরপর মোবইল ২টি একটা টেবিলে রেখেছি এবং মোবাইল ২টির মাঝে আধা ফুট যায়গা রেখে তার ঠিক মাঝ বরাবর একটা ডিম রেখেছি তারপর ৬৫-৭০মিনিট কষ্ট করলাম,যদিও ততখন বসে থাকাটা অস্বম্ভব, কষ্ট হল এই সময় প্রযন্ত একটা মোবাইল থেকে অন্যটায় এবং অন্যটায় থেকে এটায় কল দিলাম টানা ৬৫-৭০মিনিট তার পর ডিমটা দেখলাম শেদ্ধ হয়ে গেল। তবে এখানে ডানের মোবাইল থেকে বামের মোবাইলে কল দিলাম এবং কল কেটে যাওয়ার সাথে সাথে আবার বামের টা দিয়ে ডানের টায় কল দিলাম,এভাবে দেয়ার পর ডিম শেদ্ধ হল।

বি: দ্ব: ১। এখানে আমি শুধু করেই দেখেছি যে শেদ্ধ হয়,কিন্তু খাই নাই,কারন এটা যে একে বারে নিরাপদ তা আমি ১০০% না তাই। এটা খেলে যে কোনো রকমের ক্ষতি হতেপার,তাই আমিও আপনাদের বলি আপনারা কেউ খাবেন না,তবে পরীক্ষ করতে পারেন কোন রকম বিরাল,কুকুর এসব দ্বারা,তারপরো কেউকে খাইতে নিষেধ করলাম,তারপর আপনি কোন ডাক্তার এর পরামর্শ নিতে পারেন।

বি: দ্ব: ২। এটা খেয়ে কারও কোন ক্ষতি হলে আমি দায়ি থাকব না। খাওয়া একদম নিষেধ

বি: দ্ব: ৩। কেউ যদি স্বফল হন তাহলে আমাকে যানান,না না হলেও আমাকে কমেন্ট করুন।