কন্ঠশিল্পী আরমান আলিফের আসল জীবন কাহিনী কি আপনি জানেন?
বর্তমান বাংলার সবচেয়ে কমবয়সী জনপ্রিয় কন্ঠশিল্পী আরমান আলিফের জীবন কাহিনী দেখুন- https://youtu.be/uE-5rbCdFcI
তিন ভাইবোনের মধ্যে আলিফ মেজ। গানে তার প্রাতিষ্ঠানিক কোনও শিক্ষা নেই। ছোটবেলা থেকে টুকটাক গান গাইতেন। তবে বেশ কয়েক বছর ধরে নিয়মিত সঙ্গীতচর্চা করছেন তিনি। গান করার ক্ষেত্রে শুরু থেকে মায়ের সমর্থন পেলেও ব্যবসায়ী বাবা তেমন একটা সম্মতি জানাতেন না। তবে ‘অপরাধী’র সাফল্যে চিত্র পাল্টে গেছে বলে জানান আলিফ।
পুরো জীবন কাহিনী দেখুন- https://youtu.be/uE-5rbCdFcI
ভালো মনে হলে চ্যানেলটি subscribe করুন- https://www.youtube.com/onlinehelpcenter?sub_confirmation=1
তার ভাষ্যে, মা সবসময় আমাকে গান করার জন্য সাপোর্ট করতেন। তবে বাবার কাছ থেকে তেমন সাপোর্ট পেতাম না। কিন্তু ‘অপরাধী’ গান প্রকাশের পর সবাই যখন আমাকে নিয়ে প্রশংসা করতে লাগলেন তখন বাবাও আমাকে উৎসাহ দিয়েছেন। রীতিমত রাতারাতি তারকা বনে গেছেন শান্ত স্বভাবের ছেলে আলিফ। তার গাওয়া গান কয়েক সপ্তাহ ধরে মাতিয়ে রেখেছে অনলাইন দুনিয়া। অনেকে গানটি কভার করেও পাচ্ছেন প্রশংসা। কেমন লাগছে পুরো বিষয়টি জানতে চাইলে আলিফ বলেন, রাস্তায় হাঁটলে অপরিচিত অনেকে এসে আমার সঙ্গে কথা বলছেন, গানের প্রশংসা করছেন। এটা বেশ উপভোগ করছি। তাছাড়া অনেক সঙ্গীতশিল্পী আছেন যাদের গান আমি খুব পছন্দ করি। তবে আগে কখনও কথা হয়নি। কিন্তু এখন তারা নিজেরাই আমার খোঁজ খবর নিচ্ছেন। এটা অনেক বড় প্রাপ্তি।
ভালো মনে হলে চ্যানেলটি subscribe করুন- https://www.youtube.com/onlinehelpcenter?sub_confirmation=1