এবার মাঠে নয়, ডাইরেক্ট রুপোলী পর্দায় নেইমার।এই বিশ্বতারকা বেশ কয়েকদিন ফুটবল খেলা থেকে বিরতি নিয়ে চুটিয়ে উপভোগ করছেন ব্রাজিলিয়ান খেলয়ার।তিনি এখন হলিউডে মজে গেছেন। টিপল এক্স সিকুয়ের দ্য রিটার্ন ইফ জ্যান্ডার কেজে অভিনয়ে ব্যস্তর রয়েছেন। এই তারকা প্রথম দিনেই শুটিংয়ের পর ছবি তুলে ইনষ্টাগ্রামে পোষ্ট করেছেন। তবে একটি বৃব্রিতে বলাহয়েছে আগামী বছর জানুয়ারিতেই সিনেমাটি রিলিজ করা হবে।

কোপায় প্রথম ম্যাচের আগেই একাই অনুশীলন শুরু করেদিয়েছেন লিওনেল মেসি।চিলির বিরুদ্ধে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে মেসির। মেসি গত সপ্তাহে হন্ডুরাসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে বিপদের মধ্যে রয়েয়েছে। যখন সবাই অনশীলন নিয়ে ব্যস্ত, তখন মাঠের বাইরের ঘটনার জন্য বল পায়ে নামতে পারিননি আর্জেন্টিনার এই কৃতি ফুটবলার মেসি। আবার কর ফাঁকি মামলায় স্পেনের কোর্টে হাজিরা দিতে হয়েছিল মেসিকে।ফুটবল গুরু আমেরিকায় দলের সাথে অনুশীলনের জন্য যোগ দিয়েছিলেন্ আগামী মঙ্গলবাব চিলির বিরুদ্ধে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার খেলা শুরু করবে আর্জেন্টিনা।আর্জেন্টিনা। তার আগে পুরো ফিট হওয়ার খুব কমই সময় পাচ্ছেন মেসি

ভালো লাগলে ঘুরে আসতে পারেন আমার ওয়েব সাইট থেকে

www.techspot.com.bd