আজ আমি বাংলা ইন্টারনেট জোকস বা মিমি তৈরির ব্যাপারে একটা আর্টিকেলা লিখছি, আশা করি আপনারা সবাই পছন্দ করবেন।

bhaab.com বাংলা জোকসের কারখানা

বাংলা মিমি বা জোকস বানানোর জন্য আপনি কয়েকটি পদ্ধতি ব্যাবহার করতে পারেন।

  1. ফটোশপ
  2. মিমি তৈরি করার সাইট

ফটোশপ সম্পর্কে মোটামুটি সবাই জানেন তাই এখানে শুধু মিমি তৈরি করার সাইট ব্যাবহারের পদ্ধতি সম্পর্কে কিছু ধারনা দিচ্ছি ।

এরকম মিমি বা কমিক তৈরি করার জন্য কয়েকটি সাইট রয়েছে তবে তাদের মধ্যে [ memedad.com ] অন্যতম ।

এই সাইটে মিমি তৈরি করতে চাইলে আপনাকে প্রথমে এই সাইটে ঢুকতে হবে, ওখানে প্রচুর ব্লাঙ্ক টেম্প্লেট রয়েছে। আপনি চাইলে ওগুলো ব্যাবহার করতে পারেন অথবা আপনার পছন্দের ছবিও [ যেমন: মোশারফ করিমের ] আপলোড করতে পারেন। আপনার পছন্দের ছবি আপলোড করতে উপরে [ UPLOAD NEW TEMPLATE ] অপশনে গিয়ে আপনার পছন্দ অনুযায়ি ছবি আপলোড করুন।

এরপর আপনি পরের পেজে দেখতে পারবেন ডানপাশে দুটি টেক্সট বক্স রয়েছে, ওখানে প্রথমটি হলো উপরের লাইন এবং পরেরটি হল নিচের লাইল।

মিমি তৈরি করার সময় মনে রাখবেন:

১. প্রথম লাইনটি হচ্ছে উদ্দিপক, যা দ্বার এই ছবিটির প্রতি অন্যদের নজর পরবে।

২. দ্বিতিয় লাইনটি হচ্ছে ফলাফল, অর্থাৎ এখানে কৌতুকময় কিছু একটা বিষয় থাকবে।

আপনি চাইলে এই নিয়মের বাহিরেও যেতে পারেন। এবার আপনার লেখা শেষ হলে [ Create ] বাটনে ক্লিক করলেই তা দিয়ে তৈরি হয়ে যাবে আপনার পছন্দের মিমি।

বাংলা জোকস / মিমিটি পোস্ট করবেন যেখানে

এবার আপনি আপনার তৈরি মিমি / জোকটি Facebook অথবা Bhaab.com এ পোস্ট করতে পারেন।

Bhaab.com এ পোস্ট করার জন্য আপনাকে প্রথমে এই সাইটে একটি এ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে [ Submit Picture ] বা [ Upload ] অপশন থেকে আপনি আপনার মিমিটি আপলেড করতে পারবেন। আপলোড করার সময় প্রথমে টাইটেল, ক্যাটাগোরি, তারপর ছবিটি এ্যাটাচ এবং বিবরন দিয়ে সাবমিট দিলেই আপনার ছবিটি পাবলিশ হয়ে যাবে Bhaab.com এ। এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ফেসবুকে / টুইটারে শেয়ার করতে পারেন।

উৎসঃ কিভাবে বানাতে হয় বাংলা মিমি / জোকস ।