google_33160

গুগল গ্লাসে নতুন আপডেট নিয়ে এসেছে সার্চ জায়ান্ট গুগল। এ আপডেটের একটি ফিচারের সাহায্যে গুগল গ্লাস ব্যবহারকারী চোখের পলক ফেলার মাধ্যমেই ছবি তুলতে পারবেন।

গুগলের দেয়া তথ্যানুযায়ী এ ফিচারটির সাহায্যে ক্যামেরার চেয়েও দ্রুত ছবি তোলা যাবে এবং ডিসপ্লে বন্ধ থাকলেও ফিচারটি কাজ করবে বলে  এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এ আপডেটটির নাম দেওয়া হয়েছে এক্সই১২। এ আপডেটে স্ক্রিন লক এবং ইউটিউবে ভিডিও আপলোড এবং ভিডিও শেয়ারের ফিচারও রয়েছে।

গ্লাসের চোখের পলকের সাহায্যে ছবি তোলার ফিচারটি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে বলে জানিয়েছে গুগল।