ব্যাংকে গিয়ে টাকা তোলার জন্য চেক নিয়ে দৌড়াদৌড়ির সময় বুঝি শেষ হতে চললো ব্রিটিশদের। ব্রিটিশ ট্রেজারি জানিয়েছে, তারা চেকের মাধ্যমে টাকা লেনদেন প্রক্রিয়া আরো দ্রুত করতে চায়। এ কারণে স্মার্টফোনের মাধ্যমে তোলা চেকের ছবির মাধ্যমেই টাকা লেনদেন অনুমোদন করছে তারা।এক প্রতিবেদনে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, চেকের মাধ্যমে টাকা লেনদেনের পুরনো পদ্ধতিতে ক্ষেত্রবিশেষে প্রসেসিং টাইম হিসেবে দুই থেকে ছয় দিন পর্যন্ত সময় নষ্ট হয়। বিশেষ করে অ্যাকাউন্টে চেক জমা দেওয়া হলে সময়ক্ষেপণ হয়।
যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যান ২০১০ সালে প্রথম এ পদ্ধতি চালু করে। এরপর সেখানে আরো কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এ পদ্ধতিতে লেনদেনের সুযোগ দিচ্ছে। তবে যুক্তরাজ্যের ব্যাংকগুলোর লেনদেনের আগে চেক পরীক্ষা করার বিধান রয়েছে, যা এবার বাদ দিচ্ছে তারা।
যুক্তরাজ্যে চেকের মাধ্যমে আর্থিক লেনদেন কমে যাচ্ছে। দেশটির ট্রেজারি জানিয়েছে, এ পদ্ধতি চালু হলে চেকের মাধ্যমে লেনদেন আবার বাড়ার আশা করছেন তারা।
যুক্তরাজ্যের বার্কলেস ব্যাংক জানিয়েছে, আগামী বছর থেকে স্মার্টফোনের মাধ্যমে চেকের ছবি তুলে ব্যাংকে পাঠিয়ে দিয়েই লেনদেন করা যাবে। তবে যেসব গ্রাহকের স্মার্টফোন নেই, তারা এ সুবিধা গ্রহণ করতে পারবে ক্যাশপয়েন্ট ও ব্যাংকের শাখা থেকে।