বাংলাদেশি হ্যাকার গ্রুপ “সাইবার ৭১” তাদের কার্যক্রম শুরু করার পর থেকে তাদের কার্যক্রম দিয়ে কল্পনাকে ও হার মানাতে বাধ্য করেছে।
ফেলানি হত্যা মামলার রায়ের প্রতিবাদে ভারতীয় পুলিশের ওয়েবসাইট, ভারতীয় দুতাবাস এবং ভারতীয় বিপুল সংখ্যক বিশ্ব বিদ্যালয়ের ওয়েবসাইটে ফেলানির ছবি দিয়ে হ্যাক করে শুধু বাংলাদেশ আর ভারত নয়, বরং সমগ্র বিশ্ব বাসীকে তাদের সম্পর্কে জানান দেন। এর পর থেকে তাদের কাজগুলো অনেকটাই কল্পনাকে হারিয়ে দিয়েছে।
এই ব্যাপারে “সাইবার ৭১” এর প্রধান তানজিম আল ফাহিম তার ভাষ্যমতে দৈনিক সংবাদ প্রতিদিন কে জানান,
প্রতিপক্ষের হ্যাকারদের ভাষ্যমতেই, “সাইবার ৭১” তাদের কার্যক্রম শুরু করার পর থেকে বাংলাদেশ সাইবার আগের থেকে অনেকে শক্তিশালী…
আমরা প্রতিনিয়ত বাংলাদেশ এর দুর্বল ওয়েবসাইট গুলার নিরাপত্তা ত্রুটি এডমিন এর কাছে প্রকাশ করছি এবং তাদেরকে সব ধরনের সহায়তা করেছি… আমাদের কার্যক্রম এর মাঝে বাংলাদেশি জনপ্রিয় কিছু ব্যাঙ্ক, সরকারী ওয়েবসাইট, বিশ্ব-বিদ্যালয় সহ বহু সাইট নিজেরা এক্সেস নিয়ে তারপর এডমিন কে প্রমান করতাম তাদের সাইটের দুর্বলতা সম্পর্কে। তবু কিছু এডমিনদের অবহেলার কারনে মাঝে মাঝেই আমরা সফলতার শেষ দিকে গিয়ে ও থেমে যেতে বাধ্য হই.
এবার আপনারাই ভেবে দেখুন কতোটা প্রতিকুলতার মাঝে কাজ করে যাচ্ছি… ইনশাল্লাহ, এভাবেই কাজ করে যাবো যতো সমস্যায় সম্মুখীন হই না কেনো…

প্রতিনিয়ত ভারতীয় ওয়েবসাইট হ্যাক করে যাবার পাশাপাশি দেশের জন্য “সাইবার ৭১” এর কার্যক্রম আসলেই প্রশংসা যোগ্য।
“সাইবার ৭১” এর পক্ষ থেকে কিছু মধ্যবিত্ত মেধাবি ছাত্রদের ফ্রি ইন্টারনেট সংযোগ প্রদানের উৎসাহ মূলক কাজটার মাঝে ও তারা কাছ থেকে প্রশংসা পেয়েছে।

শুধু হ্যাকার নয়, “সাইবার ৭১” গ্রপে দেশ সেরা কিছু প্রোগ্রামাররা ও জড়িয়ে আছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।
প্রধান তানজিম আল ফাহিম এর সাথে এডমিন প্যানেলে আছেন সুজান, ইফতি, রেড ফক্স, এবং মোডারেটর হিসেবে আছেন হিমেল।
এছাড়া ও গ্রুপটির সম্মানিত ক্রু প্যানেলের মধ্যে, জুনায়েদ, শাহিন, উজ্জ্বল, সৈকত, তামজিদ, পিংকি, ইমন, প্রিতম, ইমরান সহ আরো অনেকেই।

  আপলোড তারিখ : 2013-12-25
সূত্রঃ এখানে