ভিডিও কল ১.২০ টাকা মিনিট গ্রামীণফোন জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে তাদের থ্রিজি নেটওয়ার্কের আওতায় গ্রাহকরা থ্রিজি প্যাকেজ ব্যবহার করতে পারবেন। দুটি গতি স্তরের ভিত্তিতে এই প্যাকেজগুলো নির্ধারণ করা হয়েছে। ৫১২ কিলোবাইট পার সেকেন্ড (কেবিপিএস) গতির অধীনে ২ জিবি মাসিক প্যাকেজের দাম হবে ৪০০ টাকা। এ ছাড়া আছে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ৮০০ টাকায় স্মার্ট প্ল্যান। এতে ভয়েস কল, এসএমএস এবং এমএমএসসহ আনলিমিটেড ডাটা সুবিধা থাকলেও ১.৫ জিবির পর ‘ফেয়ার ইউজেস পলিসি’ অর্থাৎ তুলনামূলক কম গতির সীমাবদ্ধতা আরোপ হবে। যাঁরা বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাঁদের জন্য আছে ৯৫০ টাকায় আনলিমিটেড মাসিক প্যাকেজ। এ ক্ষেত্রে ৮ জিবির পর ফেয়ার ইউসেজ পলিসি মানতে হবে।
এক এমবিপিএস (১০২৪ কেবিপিএস) গতির ২ জিবি মাসিক প্যাকেজের দাম হবে ৭০০ টাকা। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আছে এক হাজার ১০০ টাকায় স্মার্ট প্ল্যান, যার অন্তর্ভুক্ত থাকবে আনলিমিটেড ডাটা (১.৫ জিবির পর ফেয়ার ইউজেস পলিসি), ভয়েস কল, এসএমএস এবং এমএমএস। যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য আছে আনলিমিটেড মাসিক প্যাকেজ ১২৫০ টাকায়। এখানেও ৮ জিবির পর ফেয়ার ইউসেজ শর্ত আরোপ হবে।
আপাতত গ্রামীণফোন থেকে গ্রামীণফোনের থ্রিজি নম্বরে ভিডিও কল করা যাবে এবং এতে খরচ হবে প্রতি মিনিট ১.২০ টাকা (১০ সেকেন্ড পালস)। অন্যান্য অপারেটরে ভবিষ্যতে ভিডিও কল করা যাবে। এসব প্যাকেজের মধ্যে রেটের সঙ্গে ভ্যাট যুক্ত হবে। দেখা গেছে, বিটিআরসি সম্প্রতি গ্রামীণফোনের থ্রিজি সেবার জন্য সর্বোচ্চ যে ট্যারিফ অনুমোদন দিয়েছে তার চেয়ে এই রেট অনেকটাই কম।
দেশের বৃহত্তম অপারেটর গ্রামীণফোনের সাড়ে চার কোটি গ্রাহক আছেন এবং প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল সেবা দিয়ে আসছে। সম্প্রতি ২১০০ মেগাহার্টজ ব্যান্ড ১০ মেগাহার্টজ থ্রিজি তরঙ্গ লাভ করার পর গ্রামীণফোন আজ রাজধানীর বসুন্ধরা ও বারিধারা এলাকার গ্রাহকদের জন্য তাদের এ সেবা বাণিজ্যিকভাবে চালু করতে যাচ্ছে।
বিটিআরসির ট্যারিফ : বিটিআরসি সম্প্রতি বেসরকারি ৩ মোবাইল অপারেটরের থ্রিজি সেবার বিভিন্ন বান্ডেল এবং ইন্টারনেট প্যাকেজ ও এর ট্যারিফ এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে অনুমোদন দেয়। গত ২ অক্টোবর এ বিষয়ে গ্রামীণফোনের প্রস্তাব অনুমোদিত হয়।
গ্রামীণফোনের ৫১২ কেবিপিএস গতির বান্ডেলে পাঁচ দিন মেয়াদি ৫০ এমবির জন্য ৫০ টাকা এবং ১২৫ এমবির জন্য ১৫০ টাকা, সাত দিন মেয়াদি ২৫০ এমবির জন্য ২০০ টাকা, ১৫ দিন মেয়াদি ৫০০ এমবির জন্য ৩০০ টাকা, ১ জিবির জন্য ৪০০ টাকা, ৩০ দিন মেয়াদি ১ জিবির জন্য ৪৫০ টাকা, ২ জিবির জন্য ৬৫০ টাকা, ৪ জিবির জন্য ৯০০ টাকা এবং ৫ জিবির জন্য ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ফেয়ার ইউজেস পলিসিতে ৩০ দিন মেয়াদি ৮ জিবির জন্য এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়।
গ্রামীণফোনের ৮০০ কেবিপিএস গতির বান্ডেলে সাত দিন মেয়াদি ২৫০ এমবির জন্য ২৫০ টাকা, ১৫ দিন মেয়াদি ৫০০ এমবির জন্য ৪০০ টাকা এবং ১ জিবির জন্য ৪৫০ টাকা, ৩০ দিন মেয়াদি ১ জিবির জন্য ৫০০ টাকা, ২ জিবির জন্য ৭০০ টাকা, ৪ জিবির জন্য ৯০০ টাকা, ৫ জিবির জন্য এক হাজার টাকা এবং ফেয়ার ইউজেস পলিসিতে হেভি ইউজারদের জন্য ৩০ দিন মেয়াদি ৮ জিবির জন্য এক হাজার ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর সর্বোচ্চ ১ এমবিপিএস গতির বান্ডেলে পাঁচ দিনের মধ্যে ব্যবহারযোগ্য ২৫০ এমবির জন্য ২৫০ টাকা, সাত দিনের মধ্যে ব্যবহারযোগ্য ৫০০ এমবির জন্য ৩০০ টাকা, ১৫ দিনের মধ্যে ব্যবহারযোগ্য ১ জিবির জন্য ৬০০ টাকা, ৩০ দিনের মধ্যে ব্যবহারযোগ্য ২ জিবির জন্য ৮৫০ টাকা, ৩ জিবির জন্য এক হাজার টাকা, ৪ জিবির জন্য এক হাজার ২০০ টাকা এবং ৫ জিবির জন্য এক হাজার ৩০০ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ফেয়ার ইউজেস পলিসিতে হেভি ইউজারদের জন্য ৩০ দিন মেয়াদি ৮ জিবির জন্য এক হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিডিও কলের চার্জ নির্ধারণ করা হয়েছে প্রতি মিনিট দুই টাকা। এসব রেটের সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট যোগ হবে।
রবি : রবির ক্ষেত্রে ৫১২ কেবিপিএস গতির বান্ডেল ২০০ এমবির জন্য ১০০ টাকা, ৭৫ এমবির জন্য ৫০ টাকা এবং ৪০ এমবির জন্য ৩০ টাকা নির্ধারণ করা হয়। এর মেয়াদ হবে যথাক্রমে ৭, ৩ ও ১ দিন। ১ এমবিপিএস গতির ইন্টারনেট বান্ডেলের জন্য ৩.৫ জিবির দাম রাখা হয়েছে এক হাজার ২৫০ টাকা, ১.৫ জিবি ৫৫০ টাকা এবং ৭০০ এমবির জন্য ৩০০ টাকা। এ তিনটি প্যাকেজের মেয়াদ হবে ৩০ দিন। এ ছাড়া ৫০০ এমবি ২০০ টাকা, ৩০০ এমবি ১৫০ টাকার মেয়াদ হচ্ছে ১৫ দিন। ২৫০ এমবি ১৩০ টাকা এবং ১৫০ এমবি ৮০ টাকার মেয়াদ সাত দিন। এ ছাড়া ১০০ এমবি ৬০ টাকার প্যাকেজের মেয়াদ তিন দিন। ৬০ এমবি ৪০ টাকা মেয়াদ এক দিন। ৫০ এমবি ৪০ টাকা এবং ২০ এমবি ২০ টাকা। এটি প্রতি ঘণ্টার জন্য প্রযোজ্য।
এ ছাড়া ২ এমবিপিএস গতির ইন্টারনেট বান্ডেল ২ জিবি ৮০০ টাকা। মেয়াদ ৩০ দিন। ৬৫০ এমবি ২৫০ টাকা। মেয়াদ ১৫ দিন। ৪ এমবিপিএস গতির ইন্টারনেট বান্ডেল ৫.৫ জিবি এক হাজার ৯০০ টাকা। মেয়াদ ৩০ দিন। ভিডিও কল ৫৫ পয়সা প্রতি ১০ সেকেন্ড।
বাংলালিংক : ১ এমবিপিএস গতির বান্ডেলে ১৫ দিন মেয়াদি ৫০ এমবির জন্য ৫০ টাকা, ১৫০ এমবির জন্য ১৫০ টাকা, ৩০ দিন মেয়াদি ১.২৪ জিবির জন্য ৫০০ টাকা, ২.৪৮ জিবির জন্য ৮৫০ টাকা, ৩.৭৪ জিবির জন্য এক হাজার টাকা, ৪.৯৬ জিবির জন্য এক হাজার ১৫০ টাকা, ৫.১২ জিবির জন্য এক হাজার ৩০০ টাকা এবং ১০.২৪ জিবির ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এই ট্যারিফ নির্ধারণের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে গ্রামীণফোনের একজন কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, বিটিআরসির কাছ থেকে আমাদের থ্রিজি প্যাকেজগুলোর সর্বোচ্চ ট্যারিফের অনুমোদন পেয়েছি। এখন গ্রাহকদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে বিটিআরসি অনুমোদিত ওই ট্যারিফের মধ্যেই প্যাকেজগুলোর চার্জ নির্ধারণ করা হয়েছে। এতে অনুমোদিত ট্যারিফের চেয়ে কম দামে গ্রাহকরা সেবা পাবেন।
জেনে নিন গ্রামীণ ফোনের থ্রিজির তিন প্যাকেজ/মূল্য/মেয়াদ
Category:
আইটি নিউজ
ভাই গ্রামিন ফোন এর বর্ত্মান কম দামে কি ইন্টারনেট প্যাকেজ আছে, প্লিজ একটু বলেন
এখানে দেখেন http://www.grameenphone.com/business/enterprise-solutions/mobile-office/3g-packages