ফোকাস বাংলা ॥ সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন একটি
মোবাইল ফোন নম্বর নিয়েছেন। নতুন এই নম্বরটি +৮৮০১৫৫৫৮৮৮৫৫৫ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর
বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল হক শাকিল। মাহাবুবুল হক শাকিল জানান, সাধারণ মানুষের সঙ্গে
যোগাযোগের জন্য প্রধানমন্ত্রীর আগে দেওয়া দুটি নম্বর +৮৮০১৭১১৫২০০০০ ও +৮৮০১৮১৯২৬০৩৭১
চালু থাকবে। এখন থেকে টেলিটকের এই নম্বরেও ফোন করেও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন যে
কেউ বলে জানান তিনি। গত ৪ জুলাই সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার দুটি
মোবাইল ফোন নম্বর এবং ই- মেইল ঠিকানা (sheikhhasina@hotmail.com) জনগণের উদ্দেশ্যে প্রকাশ করেন।
তার পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে কেউ ‘অবৈধ সুযোগ’ নিতে চাইলে তা সরাসরি জানানোরও
অনুরোধ করেন শেখ হাসিনা। এরপর স্কুলছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফোন করে
প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন সমস্যার কথা বলছেন এবং উৎসাহ দিচ্ছেন বলে শাকিল জাানন। তিনি বলেন,
সম্প্রতি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত ঘোষণার পরও প্রধানমন্ত্রী টেলিফোনে
ব্যাপক সাড়া পেয়েছেন।

সূত্র পটুয়াখালী বার্তা