মধ্যবিত্তের নিচে বসবাস করা আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই স্মার্টফোন কেনার ক্ষেত্রে বাজেট ১০ হাজার টাকার বা তারও নিচে থাকে। আর এই বাজেটের মধ্যে যদি আমরা পেয়ে যাই, দারুন চলনসই একটি স্মার্টফোন তবে তো কথাই নেই। বাজারে এসেছে এমনই নতুন একটি স্মার্টফোন হল প্রিমো এনএফ৪ টার্বো। আর এটি হল আগের প্রিমো এনএফ৪ এর আপগ্রেড ভার্সন। স্মার্টফোনতি তাদের জন্য যাদের বাজেট ৭০০০ টাকা বা তারও নিচে। কেননা এই প্রিমো এনএফ৪ টার্বো এর দাম মাত্র ৬৬৯৯ টাকা।
৬৬৯৯ টাকা দিয়ে পাওয়া দারুন এই স্মার্টফোনটির মুল আকর্ষণ হল এর ৫.৯৯ তথা প্রায় ৬ ইঞ্চি এর ডিসপ্লে। বাজেট এর ভেতর বিগ ডিসপ্লে এর চাহিদা মেটাতে বাজারে এসেছে ফোনটি। স্মার্টফোনটি ৪জি কানেকটিভিটি সাপোর্ট করে। আর এতে রিয়ার প্যানেলে থাকছে সনি ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এর পাশাপাশি প্রিমো এনএফ৪ টার্বো’তে আরও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অপারেটিং সিস্টেম ৯.০ পাই সংস্করন, ৩২০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি ইত্যাদি।
একনজরে প্রিমো এনএফ৪ টার্বোঃ
- ৪জি কানেক্টিভিটি
- এন্ড্রয়েড ৯.০ পাই এডিশন
- ৩২০০ এমএএইচ ব্যাটারি
- ২জিবি র্যাম এবং ১৬ জিবি রম
- ৫.৯৯ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে
- ৮ মেগাপিক্সেল (সনি সেন্সর) রিয়ার কামেরা + এলইডি ফ্ল্যাশ
- ৮ মেগাপিক্সেল (অমনি ভিসন সেন্সর) ফ্রন্ট কামেরা + এলইডি ফ্ল্যাশ
- ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- নোটিফিকেশন লাইট