৬৩৯৯ টাকায় ২ জিবি র‍্যাম এবং ৪জি সমৃদ্ধ প্রিমো জি৮ আই। স্মার্টফোনটি এর আগের জি৮আই এর আপডেটেড এবং ৪জি ভার্সন।  একনজরে এই প্রিমো জি৮আই ৪জি স্মার্টফোনটিতে থাকছেঃ এন্ড্রয়েড ৮.১ অরিও ভার্সন, ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি রম – পাশাপাশি ৬৪ জিবি পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি কার্ড সাপোর্ট, ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ৫.৩৪ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা; আর সম্পূর্ণ ডিভাইসকে ব্যাকআপ দেয়ার জন্য ২২৫০ মিলি অ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি।

আগে প্রিমো জি৮আই ৪জি এর দাম ছিল ৬৭৯৯ টাকা আর ৬৩৯৯ টাকায় ২ জিবি র‍্যাম এবং ৪জি সমৃদ্ধ প্রিমো জি৮ আইএখন প্রিমো জি৮আই ৪জি এর দাম ৬৩৯৯ টাকা।

হ্যান্ডসেট হাইলাইটস

  • এন্ড্রয়েড ৮.১ অরিও ভার্সন
  • ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি রম
  • পাশাপাশি ৬৪ জিবি পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি কার্ড সাপোর্ট
  • ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • ৫.৩৪ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে
  • ৮ মেগাপিক্সেল রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ২২৫০ মিলি অ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি

এই স্মার্টফোনটি আপনি অনলাইনে অর্ডার করতে বা এর সম্পর্কে বিস্তারিত স্পেসিফিকেশন জানতে এই লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন।