আরো বেশি বাজার ধরতে সাম্প্রতিক সময়ে ওয়ালটন যেমন নিত্যনতুন বাজেট স্মার্টফোন নিয়ে আসছে, তেমনই তাদের বাজারে থাকা বেশ কিছু স্মার্টফোন এর দাম প্রতিনিয়ত কমিয়েই চলেছে।  তারই ধারাবাহিকতায় ওয়ালটন এবার প্রিমো আরএক্স ৬, প্রিমো জিএম ৩+ এবং আরেক দফা প্রিমো জিএফ ৭ এর দাম কমিয়েছে।

এগুলোর দাম ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত কমেছে। 

Primo GM3+ 

স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম।  একে পরিচালনা করে মিডিয়াটেক এর ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর; যার সাথে আছে ৩ জিবি র‍্যাম এবং ১৬ জিবি রম ।  সামনে এবং পিছে উভয় পাশেই যথাক্রমে থাকছে ১৩ এবং ৫ মেগাপিক্সেল বিএসআই সেন্সর যুক্ত ক্যামেরা।  ফোনটি ডিপ ব্লু, রয়্যাল ব্লু, লাইট ব্লু এবং সোনালি কালারে বাজারে পাওয়া যাচ্ছে।  তবে ফোনটি ৪জি সাপোর্টেড। সম্পূর্ণ ডিভাইসকে ব্যাকআপ দিবে এর ৪০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি।

 

এক নজরে “প্রিমো জিএম৩+” (Primo GM3+)
  • ৪জি সাপোর্ট
  • ৫.৩৪” ১৮ঃ৯ রেসিও ফুলভিউ আইপিএস ডিসপ্লে
  • অ্যান্ড্রয়েড ৮.১ অরিও
  • ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রোসেসর
  • ৩ জিবি র‍্যাম, ১৬ জিবি রম
  • রিয়ার ১৩ মেগাপিক্সেল অটোফোকাস (সাথে এলইডি ফ্ল্যাস)
  • ফ্রন্ট ৫ মেগাপিক্সেল ক্যামেরা  (সাথে এলইডি ফ্ল্যাস)
  • ৪০০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি

পূর্ব মূল্যঃ,৪৯৯ টাকা  বর্তমান মূল্যঃ ৭,৯৯৯ টাকা 

বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে

Primo GF7

স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও এর গো এডিশন। একে পরিচালনা করে মিডিয়াটেক এর ১.২৫ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর; যার সাথে আছে ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি রম।  সামনে এবং পিছে উভয় পাশেই থাকছে ৫ মেগাপিক্সেল বিএসআই সেন্সর যুক্ত ক্যামেরা।  ফোনটি নীল এবং সোনালি কালারে বাজারে পাওয়া যাচ্ছে। তবে ফোনটি ৪জি সাপোর্টেড নয়।  সম্পূর্ণ ডিভাইসকে ব্যাকআপ দিবে এর ২৭০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি।

 

এক নজরে “প্রিমো জি এফ ৭” (Primo GF7)
  • 4G সাপোর্টেড
  • ৫.৩৪” ফুল ভিউ আই পি এস ডিসপ্লে (১৮ঃ৯ এস্পেক্ট রেশিও )
  • ২.৫ ডি কার্ভ গ্লাস
  • অ্যান্ড্রয়েড ৮.১ ( গো এডিটেশন )
  • ১.২৫ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
  • র‍্যাম ১জিবি DDR3 ; রম ৮জিবি
  • বি এস আই ৫মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সাথে এলিডি ফ্ল্যাশ
  • ফ্রন্টে ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সাথে সফট এলিডি ফ্ল্যাশ
  • ২৭০০ এম এ এইচ ব্যাটারি

পূর্ব মূল্যঃ ৫,৭৯৯ টাকা  বর্তমান মূল্যঃ ৫,৪৯৯ টাকা 

বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে

Primo RX6

স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম।  থাকছে ৫.৭ ইঞ্চি ১৮ঃ৯ রেসিও ফুল-ভিউ আইপিএস ডিসপ্লে।  এতে পাওয়া যাবে ১.৪৫ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর; যার সাথে আছে ৩ জিবি র‍্যাম এবং ১৬ জিবি রম।  পিছে ১৩ মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা  এর পাশাপাশি সামনে থাকছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।  এতে জিপিইউ হিসেবে থাকছে মালি টি৭২০।  ফোনটি ৪জি সাপোর্টেড।

 

এক নজরে “প্রিমো আর এক্স ৬ ” (Primo RX6)
  • ৪জি সাপোর্ট
  • অ্যান্ড্রয়েড ৮.১ অরিও
  • ৫.৭ ইঞ্চি ফুল এইচডি  আইপিএস ডিসপ্লে
  • বিএসআই ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • বিএসআই ১৩ মেগাপিক্সেল  অটোফোকাস ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
  • ৩,০০০ এমএএইচ হাই ডেনসিটি লিথিয়াম পলিমার ব্যাটারি।
  • ১.৪ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
  • ৩ জিবি র‍্যাম এবং ১৬ জিবি রম
  • ফাস্টারফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • স্প্লিট স্ক্রীন

পূর্ব মূল্যঃ ৪,৯৯০ টাকা র্তমান মূল্যঃ ১২,৯৯০ টাকা

বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে