Linux Host Lab Ads

২ জিবি র‍্যাম এর Primo H8 এর নতুন ভার্সন

Ads by পিসি হেল্প সেন্টার (বাংলাদেশ)

Linux Host Lab Ads

বর্তমানে আমারা দেখে আসছি যে, হাইপ সৃষ্টি করার মত ফোন গুলো ভিন্ন ভিন্ন ভার্সনে বাজারে রিরিজ করা হয়, এটি মূলত বাজার দখল করার একটি কৌশল বলা যেতে পারে কারন এর ফলে পছন্দের ডিভাইসটি ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। ওয়ালটন Primo H8 এর ক্ষেত্রে ব্যাপারটা এমনই। বিপুল জনপ্রিয়োতার পরে Primo H8 এর নতুন ভার্শন বাজারে নিয়ে এসেছে ওয়ালটন। এই নতুন ভার্সনে রয়েছে ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি রম। এটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,০৯৯ টাকা। আর ৩ জিবি র‍্যামের ভার্সনটি ও পাওয়া যাবে। যার মূল্য ৭,৯৯৯ টাকা।

হ্যান্ডসেট হাইলাইটস

 • ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট
 • ৫.৪৫ ইঞ্চি ফুল এইচডি ১৮ঃ৯ রেসিও আইপিএস ডিসপ্লে
 • ২.৫ ডি কার্ভড গ্লাস
 • এন্ড্রয়েড ৮.১ অরিও
 • কোয়াড কোর প্রসেসর
 • ২ জিবি র‍্যাম; ১৬ জিবি রম
 • ৮ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার সনি ক্যামেরা সাথে এলিডি ফ্ল্যাশ
 • ৮ মেগাপিক্সেল অমনিভিশন সেলফি ক্যামেরা
 • ফেস আলনক
 • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
 • ৩২০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি
 • ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, নোটিফিকেশন লাইট, ওটিজি, ওটিয়ে আপডেট সহ আর অনেক…।

প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতার জন্য যোগাযোগ করুন ‎‎‎০৯৬১২৩১৬২৬৭ অথবা ১৬২৬৭ নম্বরে সকাল ৭টা হতে রাত ১১টা পর্যন্ত যেকোন সময়ে।

Ads by পিসি হেল্প সেন্টার (বাংলাদেশ)

Linux Host Lab Offer

Ads by পিসি হেল্প সেন্টার (বাংলাদেশ)

Leave a Reply