গ্রামীনফোনের পাশাপাশি ওয়ালটন এর সেই একই ১৯ মডেল এর স্মার্টফোনে রবি এবং এয়ারটেল এরও ঠিক একইরকম মোবাইল ডাটা অফার পাওয়া যাবে। এখানে ৪জি স্মার্টফোনগুলোর সাথে পাওয়া যাবে ৪ জিবি ডাটা এবং ৩জি স্মার্টফোনগুলোর সাথে পাওয়া যাবে ২ জিবি মোবাইল ডাটা। যেসব স্মার্টফোন এর সাথে এই অফার পাওয়া যাবে, নিচে দামসহ তা উল্লেখ করা হলঃ
Primo D9 | 3G | 2, 930 |
Primo E9 | 3G | 3, 899 |
Primo EF7 | 3G | 4, 499 |
Primo EF8 | 4G | 4, 999 |
Primo EM2 | 3G | 4, 599 |
Primo F7s | 3G | 5, 299 |
Primo F8 | 3G | 4, 649 |
Primo F8s | 3G | 5, 199 |
Primo G8i | 3G | 6, 399 |
Primo G8i 4G | 4G | 6, 799 |
Primo GF7 | 4G | 5, 799 |
Primo GH7i | 3G | 5, 799 |
Primo GM3 | 4G | 6, 899 |
Primo H7 | 3G | 6, 999 |
Primo H7s | 4G | 8, 999 |
Primo HM4+ | 3G | 9, 990 |
Primo HM4i | 3G | 6, 999 |
Primo RX6 | 4G | 14, 999 |
Primo S6 Dual | 4G | 14, 999 |
অফারটি রবি এবং এয়ারটেল এর সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্যই প্রযোজ্য। উপরের তালিকায় উল্লেখিত সকল ৪জি স্মার্টফোনের জন্য গ্রামীনফোনের ৪জি ৪জিবি ডাটা প্যাক, ৩জি স্মার্টফোনের জন্য গ্রামীনফোনের ৩জি ২জিবি ডাটা প্যাক অফার হিসেবে প্রযোজ্য হবে। তবে এই অফারের মেয়াদ হবে মাত্র ৭দিন। স্মার্টফোন কিনে একবার রিবুট করলেই ২ দিনের মধ্যে অফার চালু হয়ে যাবে। অথবা *21291*345# ডায়াল করেও অফার চালু করা যাবে।