বাংলালিংকের বন্ধ সিমে পাচ্ছেন ১৯ টাকা রিচার্জে পাচ্ছেন ১ জিবি ইন্টারনেট, সাথে আরো অনেক কিছু
মোঃ আবুল বাশার | ৬৯১ বার পঠিত | জুলাই ৩১, ২০১৭ | আইটি নিউজ | No | ২:৪৯ PM |
বাংলালিংক বন্ধ সংযোগে দারুণ অফার! আপনার বন্ধ বাংলালিংক সংযোগ চালু করলেই পাবেন ৩০ দিনের জন্য ফেসবুক/হোয়াটসঅ্যাপ/ইমো ফ্রি! এছাড়াও ১৯ টাকা রিচার্জে পাচ্ছেন ১ জিবি ইন্টারনেট! অফারটি সেই সব প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য যারা ২৮ মে, ২০১৭ পর্যন্ত বা তার আগে বাংলালিংক সংযোগ অথবা ২৮ মে, ২০১৭ থেকে ৬ জুলাই, ২০১৭ এর মধ্যে বাংলালিংক ইন্টারনেট ব্যবহার করেন নি।
অফারের বিস্তারিতঃ
- গ্রাহকের জন্য এই অফারটি প্রযোজ্য কিনা তা জানতে গ্রাহককে তার নাম্বারটি লিখে পাঠিয়ে দিতে হবে ৪৩৪৩ নাম্বারে (ফ্রি)
- অফারটি পেতে গ্রাহককে ৳১০ বা তার বেশি রিচার্জ করতে হবে (রিচার্জ ভিত্তিক প্যাক ছাড়া)
- প্রতিদিন 25MB পর্যন্ত ফেসবুক/হোয়াটসঅ্যাপ/ইমো ফ্রি। ফ্রি ইন্টারনেট শেষ হবার পর গ্রাহকের ইন্টারনেট প্যাক বা pay-as-you-go হারে চার্জ প্রযোজ্য হবে। ফ্রি সোশ্যাল মিডিয়া ৩০ দিনের জন্য প্রযোজ্য
- ৳১৯ রিচার্জে প্রতিবার গ্রাহক 1GB ইন্টারনেট প্যাক কিনতে পারবেন এবং ১ পয়সা/১ সেকেন্ড (যেকোনো লোকাল নাম্বারে) কলরেট অ্যাক্টিভেট হয়ে যাবে। কলরেট ও ইন্টারনেট প্যাকের মেয়াদ তিন দিন। মেয়াদ থাকাকালীন পুনরায় ৳১৯ রিচার্জে 1GB ইন্টারনেট প্যাক কিনলে আগের প্যাকের অব্যবহৃত ভলিউম যোগ হবে এবং নতুন প্যাকের মেয়াদ প্রযোজ্য হবে
- ৳১৯ রিচার্জে 1GB প্যাক সর্বোচ্চ ১০ বার কেনা যাবে, প্রথম রিচার্জের ৬০ দিনের মধ্যে
- ফেসবুক/হোয়াটসঅ্যাপ/ইমো ব্যালেন্স চেক করতে ডায়াল *124*232#
- 1GB ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *124*50#
- অফারটি আনসাবস্ক্রাইব করতে ডায়াল *166*232#
- অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য
- VAT, SD ও SC প্রযোজ্য
Ads by পিসি হেল্প সেন্টার (বাংলাদেশ)
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।