এ বছর নতুন একটি স্মার্টফোন আনতে চলেছে কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং। তাদের এ সিরিজের নতুন ফোনটি হবে গ্যালাক্সি এ৫।
মধ্যম বাজেটের ফোনটি নিয়ে ক্রেতাদের বেশ আগ্রহ রয়েছে।
নতুন বছরের জন্য আগে থেকেই এই মডেলটি আনার পরিকল্পনা করেছে স্যামসাং। ৫.২ ইঞ্চির সুপার অ্যামোলেড পর্দার ফোনটি পরিচালিত হবে অক্টাকোর ১.৯ গিগাহার্জ কর্টেক্স এ৫৩ প্রসেসরে। স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস প্রসেসর দেওয়া হয়েছে। র্যাম থাকবে ৩ জিবি। ব্যাটারি হবে বেশ শক্তিশালী, ৩০০০এমএএইচ।
অভ্যন্তরীন স্টোরেজ ৩২ জিবি। এর সামনের ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে সামনের দিকে। সেন্সরের মধ্যে রয়েছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, কম্পাস এবং জাইরোস্কোপ।
ক্যামেরায়া টাচ টু ফোকাস প্রযুক্তি দেওয়া হয়েছে। এটি ১৯২০x১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং করে। ব্যাটারি ৩জি নেটওয়ার্কে ১৩ ঘণ্টা একটানা কাজ করবে। এর গ্রাফিক্স প্রসেসর মালি-টি৮৬০ এমপি৪। স্ক্রিনে পিক্সেল ডেনসিটি ৪২৪ পিপিআই।
ধারণা করা হচ্ছে জানুয়ারি বা মার্চেই চলে আসবে ফোনটি।
সময় পেলে ঘুরে আসতে পারেন টেকস্পট সাইট থেকে
এ বছর নতুন একটি স্মার্টফোন আনতে চলেছে কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং। তাদের এ সিরিজের নতুন ফোনটি হবে গ্যালাক্সি এ৫।
মধ্যম বাজেটের ফোনটি নিয়ে ক্রেতাদের বেশ আগ্রহ রয়েছে।
নতুন বছরের জন্য আগে থেকেই এই মডেলটি আনার পরিকল্পনা করেছে স্যামসাং। ৫.২ ইঞ্চির সুপার অ্যামোলেড পর্দার ফোনটি পরিচালিত হবে অক্টাকোর ১.৯ গিগাহার্জ কর্টেক্স এ৫৩ প্রসেসরে। স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস প্রসেসর দেওয়া হয়েছে। র্যাম থাকবে ৩ জিবি। ব্যাটারি হবে বেশ শক্তিশালী, ৩০০০এমএএইচ।
অভ্যন্তরীন স্টোরেজ ৩২ জিবি। এর সামনের ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে সামনের দিকে। সেন্সরের মধ্যে রয়েছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, কম্পাস এবং জাইরোস্কোপ।
ক্যামেরায়া টাচ টু ফোকাস প্রযুক্তি দেওয়া হয়েছে। এটি ১৯২০x১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং করে। ব্যাটারি ৩জি নেটওয়ার্কে ১৩ ঘণ্টা একটানা কাজ করবে। এর গ্রাফিক্স প্রসেসর মালি-টি৮৬০ এমপি৪। স্ক্রিনে পিক্সেল ডেনসিটি ৪২৪ পিপিআই।