আসসালামু আলাইকুম, আশাকরি ভাল আছেন।
নতুন আইফোনকে নিয়ে নানা ধরনের গুঞ্জন শুরু হয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গুলিতে।কতটা ভাল হবে আইফোন ৭ এই প্রশ্ন এখন সবার।নতুনত্ব থাকছে কি থাকছে না নাকি আগের আইফোনেরই নতুন সংস্করণ এসব নিয়েই ভাবছেন সবাই। অ্যাপল এর চীনের সবচেয়ে বড় ডিসট্রিবিউটর LeLeda জানায় নতুন আইফোন ৭ এ স্টোরেজ সুবিধা থাকছে ৩২ জিবি, ১২৮ জিবি, ২৫৬ জিবি আরও অন্যন্য ফিচার।
যা যা থাকতে পারে নতুন আইফোন ৭ এ-
১. দ্রুতগতির অ্যাপেল প্রসেসর
২. পাতলা কাঠামো
৩. নতুন কালার
৪. 3D টাচ হোম বাটন
৫. আকর্ষণীয় এন্টেনা লাইন
৬. হাই রেজুলেশন ডিসপ্লে
৭. ১২ মেগা পিক্সেল ক্যামেরা আইফোন ৭ এর জন্য
৮. ডুয়েল ক্যামেরা সেটআপ আইফোন ৭ প্লাস এর জন্য
৯. স্টোরেজ সুবিধা- ৩২ জিবি, ১২৮ জিবি, ২৫৬ জিবি
১০. পানি ও ধুলা প্রতিরোধের জন্য উন্নত প্রযুক্তি
এই মাসেই পরবর্তী প্রজন্মের আইফোন উন্মুক্ত করবে অ্যাপেল। LeLeda জানায় কবে উন্মোচন হতে যাচ্ছে তা এখনও অনিশ্চিত ।
তিন বছর ধরে অ্যাপেল নতুন কোন নকশার দিকে যায়নি।তবে আইফোনের ক্যামেরা এবং পারফরম্যান্সের দিক থেকে বড় পরিবর্তন থাকছে।এই ডিভাইসটির স্ক্রিনে অ্যাপলের প্রেশার সেন্সেটিভ ফোর্স টাচ প্রযুক্তি যুক্ত থাকছে। এছাড়া এ বছর নকশার দিকে কোন পরিবর্তন না থাকলেও ২০১৭ সালে পরিবর্তন আনতে পারে অ্যাপেল। টেকবাংলানিউজ এ চোখ রাখুন নিত্য নতুন ফিচার জানতে এবং আপডেট পেতে।
আরও বিস্তারিত তথ্যের জন্য এখান থেকে ঘুরে আসতে পারেন !!!
ফেসবুক এ আমি !!!
ভাই শুনলাম আইফোন ৭ এ নাকি কোন জিনিসটা মিসিং থাকবে। সেই সম্পর্কে বললে ভালো হত Teleinfo24.com