Sim OFF

আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিবন্ধন না হওয়া সিম বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে টেলিযোগাযোগ বিভাগ।

তবে পরবর্তী সময়ে কোনো গ্রাহক যদি প্রয়োজনীয় এবং উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেন তাহলে বন্ধ সিম চালু করার বিষয়টি বিবেচনা করা হবে।

ইতোমধ্যে গত ১৬ অক্টোবর থেকে মোবাইল ফোন অপারেটররা এসএমএস এর মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। যা ১৫ নভেম্বরের মধ্যে শেষ হবে। তার পরেই অনিবন্ধনিত সিমগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে ১ নভেম্বর থেকে শুরু হবে পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক পদ্ধতির নিবন্ধন। যেখানে আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।
এক্ষেত্রে মোবাইল সিম নিবন্ধন নিশ্চিত করতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে টেলিযোগাযোগ বিভাগ।

টেলিযোগাযোগ বিভাগের এক আবেদনে বলা হয়েছে, অনিবন্ধিত সিম ব্যবহার দেশ ও আপনার জন্য বিপদজ্জনক। সুতরাং সকলকে সিম নিবন্ধন করতে হবে।

শুরুতে নিবন্ধনের জন্য গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও টেলিটকের গ্রাহকরা ইংরেজিতে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, পূর্ণ নাম লিখে ১৬০০ নাম্বারে এসএমএস পাঠালেই হবে।

যেমন: NID, Barth day (MM/DD/YYYY), Name send to 1600

Example: 199878568965234, 25/01/1990 Md. Abul Bashar

Send 1600 (free)

অন্যদিকে সিটিসেলের গ্রাহকরা এইসব তথ্য লেখার আগে ইংরেজিতে ’ইউ’ লিখে ১৬০০ নাম্বারে এসএমএস পাঠাবেন।

পরে ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সারাদেশে চূড়ান্তভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। যার মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে
সূত্র :টেলিযোগাযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ১৮ বছরের নিচে কারো কাছে সিম বিক্রি করা যাবে না। আর সিম থাকলেও সেটি তার নামে নিবন্ধন করা যাবেনা।

১৮ বছরের নিচের বয়সীদের জন্য তাদের অভিভাবকদের (বাবা/মা/ভাই/বোন) নামে সিম নিবন্ধন করতে হবে।