হ্যালো গাইজ,

আমার মনে হয় এই ওয়েবসাইটে অনেক কম্পিউটার প্রেমী আছেন যারা দিনে ১০ থেকে ১৮ ঘন্টা পিসির সামনে কাটান। আমি বা আপনি অনেকেই কিন্তু জানি না বর্তমান পৃথিবীর সবথেকে মুল্যবান কম্পিউটার কোনগুলো। আসেন আজ জেনে নেই।

1. Decadent Display

most expensive computer decadent display

বিশাল ! কি বলেন । হ্যা, এটি বর্তমান জমানার সবথেকে দামী কম্পিউটার। ডেক্সটপ বলবো নাকি ? না থাক। মোট ১৫ টি স্ক্রিন ব্যাবহার করে তৈরী করা জন্ত্রটার ক্ষমতা বারিয়ে নিয়ে ৩০ টি ডিসপ্লে ও অর্ডার করতে পারেন। আর এজন্য আপনাকে শুরুতেই খরচ করতে হবে ৮০ লক্ষ ডলার !!!!! কনফিগারেশন সম্পর্কে আমার কোন ধারনা নাই, দাম শুনে মাথা হ্যাং হয়ে গেছে।

2. Tulip E-Go

most expensive computer tulip ego laptop

টিউলিপ ইগো নামের নোটবুক টিতে ব্যাবহার করা হয়েছে ৮০ ক্যারেটের হোয়াইট গোল্ড যা কোন সম্ভ্রান্ত নারী অলংকার হিসেবে ব্যাবহার করতে পারলে বর্তে যাবেন। এর ভ্যালূ আরো বাড়িয়ে দিয়েছে ব্যাবহৃত সেরা মানের হীরে গুলো।

সাদা সোনা, হীরা এর দাম তো একটু বেশী হবেই। জী ৩৫৫,০০০ মার্কিন ডলার।

3. Truvia EPC

most expensive computer truvia epc1

আমরা বাংলাদেশী রা হস্তশিল্পের দাম না দিলেও বাইরের দেশ গুলোতে এর কিন্তু অনেক দাম। বোঝা যায় ট্রুভিয়া ই পিসি নামের ডেক্সটপ কে দেখলে। জী, কিছু সুক্ষ পার্টস ছারা প্রায় সম্পুর্ন টাই হাতে তৈরী।  দাম আগের গুলো থেকে অবশ্য কম।  ৫৫,০০০ মার্কিন ডলার। মানে ৪৪,০০০০০ টাকা মাত্র।

4. Apple G52

most expensive computer apple g5

১৬ গিগাবাইট র‌্যাম আর এক টেরা বাইট হার্ডডিস্ক এর দাম কেন এত তা আমার বোধগম্য হয়নি। তবু ক্ল্যাসিক আর ব্র্যান্ড বলে কথা। জী,টেক জায়ান্ট এ্যাপল এর তৈরী করা জি ফাইভ মডেলের এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট টির মুল্য ২৫,০০০ মার্কিন ডলার। ( বাবারে!!! ) অবশ্য এর বডি খুবি উচ্চমানের এ্যালুমিনিয়াম দিয়ে তৈরী।

5.Voodoo OMEN

most expensive computer voodoo omen

৪ গিগাবাইট র‌্যাম আর ২ টেরাবাইট হার্ডডিস্ক , ডুয়েল কোর প্রসেসর নিয়ে তৈরী হবা সুপার স্ট্যান্ডার্ড আউটলুকের এই পিসির দাম ধরা হয়েছিলো ২৪০০০ ডলার।