সকলে আমার প্রাণঢালা শুভেচ্ছা নিবেন । আসা করি সকলেই ভাল আছেন । এটা আমার প্রথম পোস্ট । তাই কিছু ভুল হতে পারে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দেখাবো কিভাবে জানবেন রমজান মাসের রোজা ২৯ টি , নাকি ৩০ টি হবে এর সমাধান । এবং চাঁদ কখন কোথায় থাকবে তা সব-ই আপনি জানতে পারবেন । ২৯ রোজা পর্যন্ত অপেক্ষা করতে হবেনা ঈদ কবে হবে তা জানার জন্য । বিজ্ঞানিরা যেখানে শত শত বা হাজার হাজার আলোকবর্ষ ( আলোকবর্ষ = জ্যোতির্বিজ্ঞানে দূরত্ব পরিমাপের একক বিশেষ । আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে । ১ আলোকবর্ষ সমান ৯৪৬১০০০০০০০০০ কিঃমিঃ) দূরের নক্ষত্রের অবস্থান নির্ভুল ভাবে রাখতে পারছে ।

সেখানে আমাদের দশটা না-পাঁচটা না একটি মাত্র আদরের ( উপগ্রহ)চাঁদের খবর রাখতে পারবেনা, তা কি হয় ! চাঁদের দূরত্ব মাত্র ৩৮৪৩১০ কিঃমিঃ । এবার বলি কিভাবে জানবেন চাঁদের অবস্থান । যাদের Android operating system এর ট্যাব বা মোবাইল আছে , তারা সুধু Android মার্কেট থেকে google sky map নামের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । এর পর google sky map সফটওয়্যারটি ওপেন করুন । অপশনে গিয়ে time travel-এ জান। এর পর change the date এবং change the time বাটনে সম্ভাব্য ঈদের চাঁদ রাতের সময় বসান । এখন মোবাইলে আপনার দেয়া সময়ের সৌরজগত চলে আসবে । এখন মোবাইলটাকে মাথার উপরে তুলে ডিসপ্লেতে চাঁদকে খুছতে থাকুন , আসা করি পেয়ে জাবেন। না পেলে সার্চ বাটনে Moon লিখে সার্চ দিন খুজে দিবে । আর এ সফটওয়ারটি দিয়ে যেকোনো তারাকে ও সহজে চিন্তে পারবেন। এবার বলি যারা সুধু ইন্টারনেটের মাধ্যমে জানতে পারবেন। এখানে যান  । তাতেই আপনাকে দেখিয়ে দিবে ঐ সময়ের চাঁদের ৩০ দিনের অবস্থান । একটি ওয়েবসাইডের উপরে বিশ্বাস আনার আগে যাচাই করে নিন পূর্বের ঈদের সময়ে চাঁদের অবস্থান ঠিক ছিল কিনা । আশা করি যাচাই করার পর ওয়েবসাইডটির উপরে আপনার বিশ্বাস আসবে । অনেকেই হয়তো সফটওয়্যারটি এবং ওয়েবসাইডটির সম্পর্কে জানতেন , তারপরও লিখলাম , যারা না জানেন তাদের জন্য

পূর্বে প্রকাশিত