কবর জেয়ারত করিবার নিয়মঃ

কবর জিয়ারত
কবর জিয়ারত

পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম

 

আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।আজ আপনাদের সাথে শেয়ার করব কি ভাবে কবর জিয়ারত করতে হয়।

 

 

 

কবর জেয়ারত করিবার নিয়মঃ কবরের কাছে গিয়া বলিবে, “আছ্ ছালামু আলাইকুম দা-র কওমিম্মু’ মিনিন্ অ-ইন্ন ইনশা-আল্লা-হু বিকুম লা হিকূ-না, নাছ আল্-ল্লা হা লানা-অলাকুমুল্ আ’ ফিয়াতা, আল্লা-হুম্মা লা তাহরিম্না আজ্রহুম আলাতাফ্, তিন্না-বা’ দাহুম’ অগইফরলানা অলাহুম”

তারপর কিছুক্ষণ নিজের মৃত্যুর চিন্তা করিবে এবং তারপর কোরআন শরীফের কিছু অংশ যেমন সূরা ফাতেহা, সূরা এখলাছ (৩বার), সূরা তাকাছুর, সূরা ইয়াছিন ইত্যাদি পড়িয়া এই রূপে দোয়া করিবে, “আ-ল্লা-হুম্মা আওছিল্ ছাঅ-বা মা করা’তু ইলা ফুলানিন্।” হায় আল্লহ্! আমি তোমার কালাম যাহা কিছু পড়িলাম তাহার ছওয়াব অমুককে বা অমুক অমুককে পৌঁছাইয়া দাও।

 

 

ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার

আমাদের ব্লগের পোষ্টটি আপনার ফেসবুক ওয়ালে পেতে আমাদের অফিসিয়্যাল পেজ লাইন করুন “পিসি হেল্প সেন্টার