আসসালামু আলাইকুম,

সবাই ভালো আছেন?আমি আপনাদের দোয়ায় ভাল আছি।সবাই ভাল থাকেন সেই প্রত্যাশায় শুরু করছি আজকের পোস্ট।এটি তেমন গুরুত্তপুর্ন নয়।আমাদের অনেকে আছেন যারা আরবি লেখা লেখি করেন।কিন্তু microsoft word  এ আরবি লেখা অনেক ঝামেলার।আরবি কি-বোর্ড জানা থাকতে হয়।অথবা আরবি কি-বোর্ড থাকতে হয়।অনেকের কাছে ২ টাই নেই।আবার কারো একটা থাকতে পারে।যাদের কাছে আছে তারা আবার আরবি লেখতে পারলেও জবর,জের,পেশ দিতে পারেন না।আমাদের দেশে জবর,জের,পেশ ছাড়া আরবি পড়তে পারে এমন সংখ্যা খুবি কম।যারা মাদ্রাসায় পড়াশুনা করেছে তারা হয়ত পারে।কিন্তু অধিকাংশই জের,জবর,পেশ ছাড়া পড়তে পারেনা।এই জন্য যারা পোস্ট লেখে তারা এমন সফটওয়্যার খুজে বেড়ান।কারন একজন লেখক পোস্ট লেখে মানুষকে সহজে বুজানোর জন্য।সুতরাং যারা জের,জবর,পেশ সহ আরবি লেখতে চান তাদের জন্য আমার এই পোস্ট।এই সফটওয়্যার দ্বারা আপনি ইংলিশ দিয়ে আরবি লেখতে পারবেন।

সফটওয়্যারটির নাম arabic pad।সাইজ শুনলে হাসি আসবে।মাত্র ৩৫ kb।কোন অক্ষর দ্বারা আরবি কোন অক্ষর লেখবেন তা নিচে উল্লেখ করলাম।

এবার যাদের প্রয়োজন তারা এখান থেকে ডাউনলোড করতে পারেন।

কোন ভুল হলে ক্ষমা করবেন।