যে কোন খেলা দেখুন সরাসরি   (Live-with-HD-Quality)

সবাই কেমন আছেন?
আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমিও আপনাদের দোয়াই ভালোই আছি।

খেলাধূলার প্রতি আমাদের আগ্রহের খবর সবারই জানা। সর্বদাই আমরা বিভিন্ন খেলার খবর নেই। শুধু বাংলাদেশের নয়, যেকোন দেশেরই খেলার খবর সারাক্ষনই খুঁজতে থাকি। আর ফুটবলেতো ইংলিশ লিগ, স্প্যানিশ লিগের খবর না জানলে আমাদের ঘুমই হয় না। রিয়াল মাদ্রিদ কত গোলে জিতলো, মেসি কত গোল দিল, বালাতেল্লির নতুন ঝামেলা কি, কত ধরনের তথ্য। কিন্ত তবুও বিভিন্ন কাজের কারণে আমরা সময় করে টেলিভিশনের সামনে বসতে পারি না। তখন তো আর কিছু করার নেই। তবে যদি কম্পিউটার সামনে থাকে আর থাকে ইন্টারনেট লাইন, তাহলে কাজের ফাঁকে ফাঁকেও আপনি দেখতে পারেন খেলা সরাসরি, তা ক্রিকেট হোক, কিংবা ফুটবল হোক, আর সেজন্য আছে……. Live Online TV

 

খেলা দেখার জন্য এর আছে এশিয়ার নামকরা কিছু স্পোর্টস চ্যানেল।
Ten Sports.
Ten Cricket.
Ten Action.
Ten Hd.
Star Sports 1
Star Sports 2
Star Sports 3
Sky Sports 1
Sky Sports 2
Sky Sports 3
Geo Super.
G Prime.
Espn.
Sony Six.
Set Max.
wwe.
ইত্যাদি।
আর তাই আপনার পছন্দের যেকোন খেলা দেখতে পারবেন এক ক্লিকেই। আর নিয়মিত আপডেটের জন্য ফেসবুক পেজ তো আছেই। ফেসবুক পেজের লিংকঃ Free Online TV সো, দেখতে থাকুন খেলা। আর সমর্থন দিয়ে যান প্রিয় দলকে। আমার ওয়েবসাইট ঘুরে আস্তে পারেন AndroidPaid Apps Zone
কেমন লাগলো মন্তব্য কারবেন । প্রতিদিন pchelpcenterbd এর সাথে আপডেট থাকুন আর নতুন করে বিশ্বকে জানুন ।

                                                     ভুল হলে ক্ষমার চোখে দেখবেন.