পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আজ পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করিতেছি।
গ্রামীনের মত এবার বাংলালিংকেও নিন ১০০০ এম.বি ফ্রি ইন্টারনেট, এটা আপনি পাবেন ১২ অক্টোবর ২০১৩ থেকে যত বাংলালিংক সিম বন্ধ আছে, সেই [ই-ভাউচার,পিসিও,প্লে এবং আহান ব্যতীত] সকল সিমে এই অফার প্রযোজ্য।
এছাড়াও থাকছে যেকোন বাংলালিংক নাম্বারে আধা পয়সা/সেকেন্ড এবং অন্য অপারেটর নাম্বারে ১০ পয়সা/১০সেকেন্ড ২৪ঘন্টা কলরেট।
১০০০ এম.বি এর মেয়াদ থাকবে তিন দিন।
এই অফারটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
অফারটি আপনি পাবেন কিনা তা জানতে অন্যে যেকোন বাংলালিংক নাম্বার থেকে মেসেজ অপশনে গিয়ে যে নাম্বারটি অফারের আওতায় আছে কিনা যানতে চান সেই নম্বরটি লিখুন এবং পাঠিয়ে দিন ৪৩৪৩ নম্বরে
যেমনঃ 01912345678 সেন্ড 4343 (ফ্রি)
বিস্তরীত জানতে কল করতে পারেন ১২১ নম্বরে।
[box]****বর্তমানে ৪৫০ টাকায় টপ লেভেল ডোমেইন দরকার হলে যোগাযোগ করতে পারেন Md Abul Bashar
[/box]
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের সাথে থাকুন।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেসবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)