পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম   আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি এই রমজান মাসে মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালই আছেন।, আমি ও আপনাদের দোয়ায় এবং আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক ভাল আছি।

অনেক দিন পর  আজ পিসি হেল্পসেন্টারে পোস্ট করছি, আমি যখনই কিছু পোস্ট করার চেষ্টা করি তখনই নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হই। আর কথা বাড়াবো না, এবার কাজের কথায় আসি। উপরের শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের পোস্ট-টি এয়ারটেল সিম ব্যবহার কারিদের জন্য একটি উপকারি টিপস।

এখন থেকে অনলাইনে বসেই আপনি আপনার এয়ারটেল সিম থেকে যত খুশি তত এসএমএস পাঠাতে পারবেন শুধু মাত্র এয়ারটেল নাম্বারে। এর জন্য ২টি জিনিস লাগবে তা হলঃ

১। একটি এয়ারটেল সিম

২। ইন্টারনেট কানেকশন

যা যা করণীয়ঃ

প্রথমে এখানে ক্লিক করুন। এখন নিচের ছবিটির মত একটি পেইজ আসবে।

airtel 1

এরপর Create Profile এর পাশে Click Here লেখাতে ক্লিক করুন। এখন নিচের মত ছবি আসবে।

airtel 2

এখন Your active Airtel mobile-phone number* এই বক্সে আপনার মোবাইল নাম্বারটি লিখুন এবং submit এ ক্লিক করুন।

এখন আপনার মোবাইল নাম্বারে একটি কোড আসবে সেই কোডটি পরবর্তী step এ বসান এবং ইমেইল নাম্বার Verification করুন।

এখন আপনার মাই এয়ারটেল একাউন্ট-টি অনলাইনে তৈরী হয়ে গেছে। এখন আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আইডি লগিন করুন।

লগিন হওয়ার পর নিচের ছবির মত দেখতে পাবেন।

airtel 3

এখন web to sms লেখাতে ক্লিক করুন। এরপর যে এয়ারটেল নাম্বারে এসএমএস পাঠাতে চান Mobile Number লেখা বক্সে সেই নাম্বারটি লিখুন এবং Add লেখাতে ক্লিক করুন।

airtel 4

এরপর Massage Text এ মেসেজ লিখুন এবং Send এ click করুন। ব্যাস কাজ শেষ আপানর এসএমএস টি কাঙ্খিত নাম্বারে চলে গিয়েছে।

কষ্ট করে আমার পোস্ট-টি পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা রইল।