ফ্রী এসএমএস পাঠান আপনার বন্ধুকে তাও আবার Gmail থেকে……………………।
MD Aslam parvez | ২,১২০ বার পঠিত | জানুয়ারী ৪, ২০১৩ | ইন্টারনেট,টিপস্ এন্ড ট্রিকস্ | ৫ | ৩:৫০ PM |
আল্লার নাম নিয়ে নতুন বছরে আমার প্রথম পোস্ট করতে বসলাম, জানিনা আপনাদের ভাল লাগবে না খারা লাগবে । সে যাই হোক, আপনারা হয়ত আমার পোস্ট এর শিরোনাম দেখেই সব বুঝে গেছেন । তাই আর বেশি কিছু নাবলে মূল বিষয়ে যায় , আসুন দেখি কিভাবে Gmail থেকে ফ্রী এসএমএস পাঠাবেন। এর জন্য আপনার Gmail অ্যাকাউন্ট থাকতে হবে, না থাকলে একটি Gmail অ্যাকাউন্ট খুলেনিন , তার পর Sign in করুন । এবার বাম পাশে দেখুন Search, Chat , orSMS নামে একটি বক্স আছে সেখানে যাকে এসএমএস পাঠাবেন তার নাম লিখুন। নীচের চিত্রের মত >
নাম লিখলে আপনি আর একটি অপশন পাবেন যেখানে Send sms নামে একটি অপশন আছে তাতে ক্লিক করুন , নীচের চিত্রের মত >

Send sms এ ক্লিক করলে আর একটি বক্স আসবে সেখানে আপনার দেশ ঠিক করুন , যাকে এসএমএস করবেন তার নাম্বার লিখুন , সব শেষে save এ ক্লিক করুন , নীচের চিত্রের মত >
এবার ডান পাশে একটি চ্যাট বক্স আসবে , সেখানে আপনার এসএমএস লিখুন তারপর এন্টার এ ক্লিক করুন নীচের চিত্রের মত >
হয়ে গেল আপনার এসএমএস পাঠানো , এ ছারাও আপনি voice & video call করতে পারবেন । আপনি ইছে করলে প্রতিটি অ্যাকাউন্ট নাম্বার Save করে রাখতে পারবেন ।
** প্রতিটি জিমেইলের জন্য ৫০ ক্রেডিট বরাদ্দ থাকে ,অর্থাত ৫০টি এসএমএস পাঠানো যাবে ।ক্রেডিট শেষ হ্ওয়ার একদিন পর আবার ক্রেডিট যোগ হবে । মোবাইল থেকে আপনার এসএমএস এর জবাব দিলে আপনার অ্যাকাউন্ট এ ৫ ক্রেডিট যুক্ত হবে ।
ক্রেডিট বিষয়ে বিস্তারিত যানতে এখানে ক্লিক করুন । লিখার মধ্যে আনেক ভুল ভ্রান্তি থাকতে পারে , সেগুল ক্ষমার চোখে দেখবেন । আজকের মত এই পর্যন্ত ভাল থাকবেন
* আল্লা হাফেজ*
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
Darun post vi, very very nice post 😀 thanks
বাশার ভাই , আপনাদের ভাল লাগলো , তার মানে আমার কষ্ট সফল, আপনাকে অনেক ধন্যবাদ ভাই ।





Thanks bro nice post
Thank you brother(zazakallah
)
wellcome alllllllllllll
