শুরুতে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।

 

 

আমরা সাধারনত যে সব Modem ব্যবহার করে  নেট ব্যবহার করি  তা বেশীর ভাগ Huawei MOdem. এই Modem এ আমরা নিদিষ্ট mobile operator এর sim ছাড়া অন্য mobile operator এর sim ব্যবহার করতে  পারিনা।

অন্য সিম ব্যবহার করতে গেলে unlock code চাই। তখন আমাদের পরতে হয় ঝামেলায়।

মনটাও খারাপ হয়ে যায় যে অন্য সিম দিয়ে নেট ব্যবহার করা যায় না।

তাই আপনাদের সাথে আজ আমি এই রকমই একটি সফটওয়্যার শেয়ার করব। এটি দিয়ে আপনি আপনার modem এ সকল সিম ব্যবহার করতে পারবেন (সিটিসেল বাদে)। আর আরাম করে নেট ব্যবহার করতে পারবেন। ইনশাল্লাহ

 

প্রথমে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন। ZIP FILE  টি Unzip করে নিন।

তারপর Huawei unlocker a double  click করুন।

তারপর নিচের চিত্র দেখুন

 

 

 

এখান থেকে Huawei এ ক্লিক করুন।

 

লাল চিহ্নিত জায়গায় আপনার modem থেকে imei number টি দিন তারপর calculate code এ ক্লিক করুন ।

এবার দেখুন আপনার moden এর unlock code show করছে।

 

আজ আর নয়। আবার কথা হবে নতুন কোন POST নিয়ে। সবাই ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ।

আগে এই বিষয়ে কোন POST হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।

 

NOTE: যারা জানেন না শুধু মাত্র তাদের জন্য।