শিরো না দেখেই হয় ত সব বুজতে পেরে গেছেন আমি একটি সফটওয়্যার এর কথা বলছি, সফটওয়্যার টির নাম TeamViewer  ই সফটওয়্যার টি দুই পিসি তে ইন্সটল থাকতে হবে আর তার সাথে নেট চালু থাকতে হবে। তা হলে সফটওয়্যার টি ডাউনলোড করেনিন.

ডাউনলোড করতে >এই খানে ক্লিক করুন

 

 

 ক) সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন,

খ) ২ জনে সফটওয়্যার টি ওপেন করুন তারপর Remote Contorl থেকে আপনার বন্ধুর Id টি টাইপ করুন।

গ) আপনার বন্ধুর কাছ থেকে password টি যেনে নিন।

 ঘ) তারপর Connect to partner এ ক্লিক করুন এবার সেই password টি টাইপ করুন তারপর logon করুন, তারপর একটি নতুন পেজ ওপেন হবে সেটি আপানার বন্ধুর পিসি স্ক্রীন।এবার আপনার বন্ধুর পিসি আপনি চালান আপনি। এই সফটওয়্যার টি প্রথম আমি ২ বছর আগে pchelplinebd তে যেনে ছিলাম,তবে লেখকের নাম মনে নাই। আর হ্যাঁ একটি কথা বলতেই ভুলে গেছি এই সফটওয়্যার টি দিয়ে আপনি ফাইল ট্রান্সফার ও করতে পারবেন। সেটি আর একদিন দেখবো। 

এই সফটওয়্যার টি এই সাইট এ সার্চ করলাম পাইনি তাই এই পোস্ট করলাম, ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না কিন্তু।