আমাদের যাদের ল্যাপটপ বা ডেক্সটপে wifi আছে।ইচ্ছা করলে আমরা আমাদের ইন্টারনেট অন্যদের সাথে শেয়ার করতে পারি। ধরুন ,আপনি আপনার ল্যাপটপ এ ইন্টারনেট ব্যাবহার করছেন ইন্টারনেট কানেকশন হচ্ছে বাংলালায়ন বা কিউবি। আপনার বাবা-মা অথবা ভাই-বোন মেইল চেক করতে আসলো আপনার কম্পিউটারে । কিন্তু আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন, আর আপনার ভাই-বোন এর মেইল চেক করাটাও জরুরি । এখন কি করা যায়? একটা ওয়াইফাই হটস্পট থাকলে এই সমস্যাটা হত না!!! এই সমাধান আপনার হাতের মুঠোয়। এখনি ডাউনলোড করুন Connectify । ইন্সটল করে নিন আপনার ল্যাপটপ এ।
সফটওয়্যারটি ইন্সটল করার জন্য এখানে ক্লিক করুন।তারপর নিচের নিয়মে ইন্সটল করুন।

তারপর

এখন কম্পিউটার Restart korun।

কম্পিউটার চালু হওয়ার কিছুক্ষন পর এমন চিত্র আসবে

continue তে ক্লিক করুন

enter license key তে ক্লিক korun.তারপর সফটওয়্যার এর ফাইলটি ওপেন করে text ফাইল থেকে name এবং key দিন।

Hotspot name এর জায়গায় আপনি আপনার নাম বা যে নামে আপনি Hotspot তৈরি করতে চান তা লিখুন।আর পাসওয়ার্ড এর স্থানে ৮ অক্ষরের পাসওয়ার্ড দিন। যদি wifi disable লেখা আসে তাহলে আপনি আপনার wifi অন করুন।start hotspot এ ক্লিক করুন।হয়ে গেল আপনার wifi  hotspot .

যদি কোন ভুল হয় ক্ষমা করবেন।