পিসি হেল্প সেন্টার বিডির এর প্রিয় ভিজিটর এবং ব্লগার কেমন আছেন সবাই? আসাকরি ভালোই আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণফোনের সেরা ইন্টারনেট অফার নিয়ে। যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এই অফারটি অনেক কাজে আসবে। প্রথমে আপনার কোন গ্রামীণ সিম থাকলে সেই সিমটি এই অফারের আওতায় আছে কিনা তা জানতে পারেন অন্য যে কোন জিপি সিম থেকে এস.এম.এস এর মাধ্যমে। এ জন্য আপনি যে কোন জিপি সিমের মেসেজ অপশনে যান, এবং লিখুন BHK একটি স্পেস দিন, এবার আপনি যে ফোন নম্বারটি চেক করতে চান তা লিখুন তারপর সেন্ড করুন চার টা নয়তে ৯৯৯৯ এ, যেমন: BHK 01712345678 এবার সেন্ড করুন 9999 এ। তারা ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দিবে আপনার ঐ নাম্বাররের সিমটি তাদের এই ৯ টাকায় ২ জিবি ইন্টারনেট অফার আওতায় আছে কিনা। যদি থাকে তাহলে আপনি মোবাইলে পর্যাপ্ত টাকা রেখে কল করুন *111*90# এই ভাবে। বার বার কল করুন তাহলে কিনা হয়ে যাবে, প্রতিবারের জন্য আপনার ব্যাল্যান্স থেকে ৯ টাকা চার্জ কাটবে, কিছু কিছু সিম থেকে 34 জিবি পর্যন্ত ক্রয় করতে পেরেছে অনেকেই, আবার কিছু কিছু সিমে কমও হয়েছে তারপর আর ক্রয় করা যায় না। আমি আমার দুইটা সিমে ৬ জিবি পর্যন্ত ক্রয় করতে পেরেছি, শুধু একটি সিমে ৮ জিবি পর্যন্ত পেয়েছি তারপর আর আসে না, দেখুন আপনার টাতে কত জিবি পর্যন্ত কিনতে পারেন।
পোষ্টটি আপনাদের ভালো লেগে থাকলে ঘুরে আসতে পারেন টেক বাংলা ব্লগ সাইট থেকে।