গ্রামীণফোন-এর প্রিপেইড গ্রাহকগণ (ERS এবং BPO সিম ব্যতীত) যারা ২৩ জুন ২০১৬ বা তার পূর্ব থেকে তাদের সংযোগটি ব্যবহার করছেন না তারা ঠিক ২৯ টাকা রিচার্জে ৩০ দিন মেয়াদে যেকোনো জিপি নম্বরে আধা পয়সা/সেকেন্ড (রাত ১২টা থেকে বিকাল ৫টা) এবং অন্য যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা) এবং ২টি GP-GP MMS (মেয়াদ ৩ দিন)
বিস্তারিত নিম্নে দেওয়ার হলঃ-
- ক্যাম্পেইনটি ৮ আগস্ট ২০১৬ থেকে শুরু হয়ে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে
- অফারটি আপনার জন্য প্রযোজ্য কিনা জানতে ‘Aug 017XXXXXXXX’ লিখে 9999 নম্বরে পাঠিয়ে দিন
- যেকোনো জিপি নম্বরে আধা পয়সা/সেকেন্ড শুধুমাত্র রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রযোজ্য হবে
- যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড ২৪ ঘণ্টা প্রযোজ্য হবে
- বিকাল ৫টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত জিপি-জিপি কলে ১ পয়সা/সেকেন্ড চার্জ প্রযোজ্য হবে
- লোয়ার ট্যারিফের মেয়াদ রিচার্জের দিনসহ ৩০ দিন।
- অফার চলাকালীন এই স্পেপশাল ট্যারিফ (আধা পয়সা/সেকেন্ড এবং যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/ সেকেন্ড, ২৪ ঘণ্টা) রেগুলার প্যাকেজ ট্যারিফ, সুপার FnF, FnF এবং সকল রিচার্জ বেইজড লোয়ার ট্যারিফ (যেমনঃ ১ পয়সা অফার)-এর ক্ষেত্রে প্রযোজ্য।
- স্পেশাল ট্যারিফ ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স আগে ব্যবহৃত হবেclick here
- এছাড়াও ২৯ টাকা রিচার্জ অফারের ২৯MB প্রযোজ্য হবে, ২৯ MB অফারের শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
- অফার জানতে ডায়াল করুন *121*1*2#.
আর হে! SD+SC+VAT তো সাথে থাকছেই। এবার চট পট নিয়ে নিন আপনার অফার। যেকোনো জিজ্ঞাসায় প্রশ্ন করুন।
হয়ত আপনি এই পোস্টটি পড়তে দেরী করে ফেলেছেন কিন্তু এইরকম আরো পোস্ট পেতে এই সাইটে নিয়মিত একটিভ থাকতে পারেন। আর পেতে পারেন নতুন নতুন অফার Teleinfo24.com | Bangladeshi Telenews Publisher