আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের সাথে শেয়ার করবো গ্রামীন সিমের ইন্টারনেটের মেগা অফার, আমরা জানি বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় মোবাইল কোম্পানি গ্রামীনফোন (জিপি), এবং তাদের প্রতিনিয়ত ইন্টারনেট অফার থাকে, বিশেষ করে গ্রামিনের ইন্টারনেট অফার সকল কোম্পানির চেয়ে বর্তমানে বেশি, এবং তাও আবার ৩জি ইন্টারনেট, কোন ২জি ইন্টারনেট অফার নেই, আবার পূর্বে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানি গুলো বিভিন্ন অফার থাকলেও তার কিছু অংশ শুধু ফেসবুকে দিয়েছে, এমন কি জিপিও দিয়েছে, কিছু দিন আগেও ৫ টাকায় ১ জিবি ইন্টারনেট পাওয়া যেতে জিপির বন্ধ সিম অফারের আওতায়, কিন্তু আজ আপনাদের সাথে যা শেয়ার করবো ৯ টাকায় ২ জিবি ইন্টারনেট এটা কোন ফেসবুক বা অন্য কোন বাধ্যতা মূলক নেই, আপনি যে কোন ভাবে ব্যবহার করতে পারবেন, শুধু ফেসবুকের জন্য কোন বাধ্যবাধকতা নেই। এবং এখানে সম্ভবত ভ্যাট সহ সকল চার্জ সহ’ই টোটাল ৯ টাকার মত কাটবে। তাহলে আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই, প্রথম আপনার কোন সিম থাকলে সেই সিমটি এই অফারের আওতায় আছে কিনা, তা জানতে পারেন অন্য যে কোন জিপি সিম থেকে এস.এম.এস এর মাধ্যমে, এ জন্য আপনি যে কোন জিপি সিমের মেসেজ অপশনে যান, এবং লিখুন BHK একটি স্পেস দিন, এবার আপনি যে ফোন নম্বারটি চেক করতে চান তা লিখুন তারপর সেন্ড করুন চার টা নয়তে ৯৯৯৯ এ, যেমন: BHK 01712345678 এবার সেন্ড করুন 9999 এ, তারা ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দিবে আপনার ঐ নাম্বাররের সিমটি তাদের এই ৯ টাকায় ২ জিবি ইন্টারনেটের অফারের আওতায় আছে কিনা। যদি থাকে তাহলে আপনি মোবাইলে পর্যাপ্ত টাকা রেখে কল করুন *111*90# এই ভাবে বার বার কল করুন তাহলে কিনা হয়ে যাবে, প্রতিবারের জন্য আপনার ব্যাল্যান্স থেকে ৯ টাকা চার্জ কাটবে, কিছু কিছু সিম থেকে 34 জিবি পর্যন্ত ক্রায় করতে পেরেছে অনেকেই, আবার কিছু কিছু সিমে কমও হয়েছে তারপর আর ক্রায় করা যায় না। আমি আমার দুইটা সিমে ৬ জিবি পর্যন্ত ক্রায় করতে পেরেছি, শুধু একটি সিমে ৮ জিবি পর্যন্ত পেয়েছি তারপর আর আসে না, দেখুন আপনার টাতে কত জিবি পর্যন্ত কিনতে পারেন।
অফার সম্পর্কে কিছু বেসিক প্রশ্ন এবং উত্তর:
১. আমার সিম অফারের আওতায় আছে, আমি মেসেজ দিয়ে চেক করেছি, কিন্তু সিমটির মেয়াদ শেষ, যার কারনে রিচার্জ করা যায় না, তাহলে আমি এখন কি করবো?
উত্তর: একটি ১০ টাকার কার্ড কিনুন, এবং তা রিচার্জ করুন, তাহলেই হবে।
২. এই অফারে কোন নিদিষ্টি পরিমান রিচার্জ করতে হবে?
উত্তর: না, যে কোন পরিমান রিচার্জ করতে পারেন, অথবা পূর্বে আপনার ব্যাল্যান্স থাকলে তা থেকেও কিনতে পারবেন।
৩. এই মেগাবাইটের মেয়াদ কত দিন থাকবে?
উত্তর: ১৫ দিন
৪. পরবর্তীতে মেয়াদ বাড়তে পারবো?
উত্তর: হুম পারবেন, যে কোন প্যাকেজ কিনলে তার সাথে এ্যাড হয়ে মেয়াদ বেড়ে যাবে, তা ছাড়া আপনি জিপির ফ্রিগজি প্যাল্যানও ব্যবহার করতে পারেন।
৫. এই অফার পেতে কত দিন বন্ধ থাকতে হবে?
উত্তর: এটা সিওর না, আর বন্ধ থাকতে হবে এমনও নয়, কারন আমি আমার সব সময় ব্যবহৃত সিমেও পেয়েছি, মনে হয় বিগত তিন মাসে ইন্টারনেট ব্যবহার হয়েছে কিন্তু ১৫০ কে.বি এর বেশি ব্যবহৃত হয়নি, এমন সিমে দেয়, কিন্তু বিষয়টি আমি সিওর না, আপনি মেসেজ করে চেক করে দেখুন, আপনার সিমটি এই অফারের আওতায় আছে কিনা।
আরো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন, জানা থাকলে উত্তর দেয়ার চেষ্টা করবো, উপরে লেখার মাঝে কোন ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে, ব্যবস্তার মাঝে পোষ্টটি লিখুন, একবার রিভিউও করার সময় পেলাম না, হয়তো ভুল থাকতে পারে। ধন্যবাদ।
জিপি ইন্টারনেট অফার, জিপি বন্ধ সিমের অফার, জিপি বন্ধ সিমে ইন্টারনেট অফার, ফ্রি ইন্টারনেট, জিপি অফার, জিপি ইন্টারনেট, gp internet offer
মেছেজ তো সেন্ড হয় না,আমি আমার ৩ টা সিমে Try করছি বাট একটাতেও মেছেজ সেন্ড হয় না
ভাই কবে চেস্টা করেছেন? অফারতো মনে হয় শেষ। পোস্টটি প্রায় এক মাস আগের।